Posts

জাপানে টাইফুন ‘ত্রামি’র আঘাত, আহত ৫৬

Image
জাপানের মূল-ভূখণ্ডে রবিবার শক্তিশালী ঝড় টাইফুন ‘ত্রামি’ আঘাত হেনেছে। ঝড়ের আঘাতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন।  এছাড়া, প্রচণ্ড গতির বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ‘ত্রামি’র আঘাতে জাপানে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে স্থগিত রাখা হয়েছে বুলেট ট্রেন সার্ভিস। এছাড়া টোকিও’র ট্রেন সার্ভিসসহ বাতিল করা হয়েছে এক হাজারের মতো ফ্লাইট।  এ ব্যাপারে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শনিবার জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে আঘাত হানে টাইফুন ‘ত্রামি’। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অনেকগুলো ভেসেও যায়। এছাড়া ওই দ্বীপে আহত হয় ৪৬ জন মানুষ। তবে এখনও নিহতের খবর পাওয়া যায়নি।  দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বলছে, কিয়ুউশু ও ওকিনাওয়ার প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় ১৫ লাখ মানুষকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।  উল্লেখ্য, চলতি সেপ্টেম্বরেই জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদুতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়। বিডি প্রতিদিন/ ওয়াসি...

ইমরান খানকে বাংলাদেশের মডেল অনুসরণের পরামর্শ

Image
পাকিস্তানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দেশটির এক সাংবাদিক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন সরকার ইউরোপের দেশ সুইডেনের আর্থিক মডেল অনুসরণের পরিকল্পনার খবর প্রকাশের পরই ওই সাংবাদিক এ মন্তব্য করেন। পাকিস্তানের ক্যাপিটাল টেলিভিশনের টক শো ‘আওয়াম’-এ সম্প্রতি দেশটির প্রবীণ সাংবাদিক জায়গাম খান এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। তবে সাংবাদিকের এ পরামর্শ ইমরান খানের সরকার কতটা মানবে, তা জানা যায়নি। সুইডেনের আন্তর্জাতিক ঋণ এবং মূল্যবৃদ্ধির হার বেশ কম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এটিই বেশ ভালো অবস্থানে রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়। এরপরই প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের আপামর জনগণ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় ছিনিয়ে নিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ বাংলাদেশের অভ্যুদয় হয়। সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের বিশেষজ্ঞরা নানা তির্যক মন্তব্যও সে সময় করেছ...

বোমা মেরে চাঁদ উড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র!

Image
কবিরা যুগ যুগ ধরে চাঁদ নিয়ে কবিতা লিখেছেন। গীতিকারেরা রচনা করেছেন অসংখ্য হূদয়কাড়া গান। প্রেমিকরা চাঁদকে সাক্ষী রেখে প্রেমিকার হাত ধরে করেন ভালোবাসার প্রতিজ্ঞা। অনাদিকাল থেকে মানুষ মন খারাপ হলে ঘরের জানালা দিয়ে অথবা বাইরে বসে চাঁদ দেখে মনের দুঃখ দূর করে। ‘চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’ ছড়া শুনতে শুনতে এই উপগ্রহটির সঙ্গে ছোটবেলা থেকেই গড়ে ওঠে এক নিবিড় আত্মীয়তার বন্ধন। অথচ জানেন কী ১৯৫৮ সালের দিকে যুক্তরাষ্ট্র একবার পারমাণবিক বোমা মেরে চাঁদ ‘উড়িয়ে’ দিতে চেয়েছিল! এটা মোটেও আষাঢ়ে গল্প নয়, শতভাগ সত্যি। সোভিয়েত যুগের শীতল যুদ্ধের সময়ে ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে ভয় পাইয়ে দিতে নিজের সামরিক শক্তি প্রদর্শন করা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই পরিকল্পনার নাম ছিল  ‘এ স্টাডি অব লুনার রিসার্চ ফ্লাইটস’ যা প্রজেক্ট এ১১৯ নামে পরিচিত। এই প্রজেক্টের মূল ব্যক্তি ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ড. লিওনার্ড রাইফেল। ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, চাঁদকে আসলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র...

ভারতীয় আকাশসীমায় পাকিস্তানের হেলিকপ্টার, গুলি করে নামানোর চেষ্টা

Image
কাশ্মিরে আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় সীমায় ঢুকে পড়েছিল পাকিস্তানের একটি হেলিকপ্টার। পুঞ্চ সেক্টরে গতকাল রবিবার দুপুর সোয়া ১২টা নাগাদ ঘটনার পরই সীমান্তে তীব্র উত্তেজনা ছড়ায়। হেলিকপ্টারটিকে গুলি করে নামানোর চেষ্টা করে ভারতের সেনাবাহিনী। তবে তার আগেই ফের পাকিস্তান সীমায় ঢুকে পড়ে কপ্টারটি। সেনা সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা ১৩ মিনিটে হঠাত্ই পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দেখা যায় পুঞ্চের গুলপুর সেক্টরে। নিয়ন্ত্রণরেখার ভিতরে প্রায় ২৫০ মিটার ঢুকে আসে কপ্টারটি। সাদা রঙের ওই কপ্টারটি দেখেই চূড়ান্ত সতর্কতা নেয় সেনাবাহিনী। প্রায় সঙ্গে সঙ্গেই কপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ভারতীয় সেনারা। মিনিট পাঁচেক ভারতের আকাশে চক্কর কাটার পর ফের পাকিস্তান অধিকৃত কাশ্মিরের সীমায় ফিরে যায় সেটি। কপ্টারটিতে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের শীর্ষ কর্মকর্তা ফারুক হায়দার খান ছিলেন। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার ইত্তেফাক/আরকেজি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি; নিহতের সংখ্যা বেড়ে ৮৩২

Image
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা আরও বেড়েছে। নিহতের সংখ্যা কমপক্ষে ৮৩২ বলে রবিবার দুপুরে খবর প্রকাশ করেছে বিবিসি। এতে শত শত মানুষ আহত হয়েছে।  দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পার্বু নুগ্রুহু বলেছেন, ভূমিকম্প এবং সুনামিকে আক্রান্ত এলাকা প্রাথমিকভাবে যেমনটা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি বিস্তৃত। এ দুর্যোগে ২৪ লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন। গৃহহারা হয়েছেন ১৭ হাজার মানুষ। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বরিবার একটি হোটেলের ধ্বংসস্তুপ থেকে ৫০ জনকে বের করে আনা হয়েছে।  ভূমিকম্প ও সুনামির সময় ওই এলাকায় ৭১ জন বিদেশি অবস্থান করছিল। এর মধ্যে মাত্র দু'জনকে উদ্ধার করে জাকার্তায় পাঠানো সম্ভব হয়েছে। বাকিদের সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।  সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শুক্রবার দুপুর থেকে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানতে থাকে, এরমধ্যে সবচেয়ে বড়টি আঘাত হানে বিকেল ৫টা ২ মিনিটে যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর ফলে স্থানীয় সময় সন্ধ্যায় পালুসহ দ্বীপের উপকূলবর্ত...

যে ডাকটিকিটে আটকে গেল ভারত-পাকিস্তান বৈঠক

Image
আশার ঝিলিক ছড়িয়েও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বহু প্রতীক্ষিত বৈঠক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির। তবে একগুচ্ছ ডাকটিকিটকে কেন্দ্র করে ভেস্তে গেল এই বৈঠক। ২০১৪ সাল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে এতটা উচ্চপর্যায়ে কোনো বৈঠক হয়নি। তাই বৈঠক ঘিরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বপ্ন দেখেছিলেন অনেকে। তবে বৈঠক বাতিলের জন্য ভারত যে দুটি কারণ উল্লেখ করে, এর একটি কাশ্মীর নিয়ে পাকিস্তানের উসকানিমূলক অনেকগুলো ডাকটিকিট প্রকাশ করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুটি কারণে বৈঠক বাতিল করেছে ভারত—একটি পাকিস্তানের সীমা লঙ্ঘন করে আপত্তিকর ডাকটিকিট প্রকাশ, আরেকটি হলো সশস্ত্র বিদ্রোহীদের হাতে সীমান্তে তিন পুলিশ নিহত হওয়ার ঘটনা। এর মধ্য দিয়ে পাকিস্তান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খারাপ উদ্দেশ্য উন্মোচিত হয়েছে। ডাকটিকিটে পাকিস্তান ‘ভারত নিয়ন্ত্রিত ...

শত শত যাত্রী বাঁচাতে প্রাণ দিলেন তিনি

Image
ভূমিকম্প টের পেয়ে জীবন বাঁচাতে এয়ারপোর্টে তাঁর সহকর্মীরা সব ছুটে বেরিয়ে গেলেন। এমন সময় রানওয়েতে নামছিল একটি উড়োজাহাজ। শত শত যাত্রীর প্রাণ বিপদের মুখে ঠেলে দিতে চাইলেন না তিনি। উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করে বের হতে চাইলেন ভবন থেকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যাত্রীদের প্রাণ বাঁচালেও নিজেকে রক্ষা করতে পারলেন না। তিনি ২১ বছরের তরুণ অ্যান্টোনিয়াস গুনাওয়ান আগুং। তিনি পালু এয়ারপোর্টে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর সুনামির ফলে সৃষ্ট প্রায় ১০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়। মৃত মানুষের সংখ্যা ৮৩২–এ পৌঁছেছে। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূমিধসে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। লোকজন খোলা স্থানে অবস্থান করছে। আগুংয়ের মৃত্যুর খবর অস্ট্রেলিয়ার এবিসির বরাত দিয়ে বিবিসি অনলাইন প্রকাশ করেছে। খবরে জানানো হয়, ভূমিকম্পের সময় কন্ট্রোল টাওয়ারে একমাত্র আগুংই...