জাপানে টাইফুন ‘ত্রামি’র আঘাত, আহত ৫৬

জাপানে টাইফুন ‘ত্রামি’র আঘাত, আহত ৫৬
জাপানের মূল-ভূখণ্ডে রবিবার শক্তিশালী ঝড় টাইফুন ‘ত্রামি’ আঘাত হেনেছে। ঝড়ের আঘাতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন।  এছাড়া, প্রচণ্ড গতির বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে ‘ত্রামি’র আঘাতে জাপানে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে স্থগিত রাখা হয়েছে বুলেট ট্রেন সার্ভিস। এছাড়া টোকিও’র ট্রেন সার্ভিসসহ বাতিল করা হয়েছে এক হাজারের মতো ফ্লাইট। 
এ ব্যাপারে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শনিবার জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে আঘাত হানে টাইফুন ‘ত্রামি’। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অনেকগুলো ভেসেও যায়। এছাড়া ওই দ্বীপে আহত হয় ৪৬ জন মানুষ। তবে এখনও নিহতের খবর পাওয়া যায়নি। 
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বলছে, কিয়ুউশু ও ওকিনাওয়ার প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় ১৫ লাখ মানুষকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বরেই জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদুতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা