ভারতীয় আকাশসীমায় পাকিস্তানের হেলিকপ্টার, গুলি করে নামানোর চেষ্টা
কাশ্মিরে আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় সীমায় ঢুকে পড়েছিল পাকিস্তানের একটি হেলিকপ্টার। পুঞ্চ সেক্টরে গতকাল রবিবার দুপুর সোয়া ১২টা নাগাদ ঘটনার পরই সীমান্তে তীব্র উত্তেজনা ছড়ায়। হেলিকপ্টারটিকে গুলি করে নামানোর চেষ্টা করে ভারতের সেনাবাহিনী। তবে তার আগেই ফের পাকিস্তান সীমায় ঢুকে পড়ে কপ্টারটি।
সেনা সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা ১৩ মিনিটে হঠাত্ই পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দেখা যায় পুঞ্চের গুলপুর সেক্টরে। নিয়ন্ত্রণরেখার ভিতরে প্রায় ২৫০ মিটার ঢুকে আসে কপ্টারটি। সাদা রঙের ওই কপ্টারটি দেখেই চূড়ান্ত সতর্কতা নেয় সেনাবাহিনী। প্রায় সঙ্গে সঙ্গেই কপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ভারতীয় সেনারা। মিনিট পাঁচেক ভারতের আকাশে চক্কর কাটার পর ফের পাকিস্তান অধিকৃত কাশ্মিরের সীমায় ফিরে যায় সেটি। কপ্টারটিতে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের শীর্ষ কর্মকর্তা ফারুক হায়দার খান ছিলেন। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার
ইত্তেফাক/আরকেজি
Comments