Posts

ভুল করে রাশিয়ার বিমান ভূপাতিত করেছে সিরিয়া

Image
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভুল করে রাশিয়ার একটি উপকূলীয় টহল বিমান ভূপাতিত করেছে সিরিয়া। গতকাল সোমবার সিরিয়ার আকাশে রাশিয়ার আইএল-২০ সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ঘটনাটির জন্য ইসরায়েলকে দুষছে রাশিয়া। মস্কো তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়। রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার বলা হয়, যদিও সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে, ইসরায়েলের হামলাই এই ভুলের অন্যতম কারণ। বিমানটি যখন ভূপাতিত হয় তখন সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল। বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কনাশেনকভ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অদায়িত্বশীল আচরণের জন্য ১৫ জন রুশ কর্মকর্তা হারিয়েছি আমরা। হামলা শুরু হওয়ার মাত্র এক মিনিট আগে ইসরায়েল সতর্ক করেছিল। এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা থামাতে চেয়েছিল সিরিয়া। ভুলক্রমে রাশিয়ার এয়ারক্রাফটে আঘাত লাগে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপত্র এ ব্...

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন বিকেলে

Image
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইনের নির্মাণ কাজ যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা নিজ নিজ দেশের রাজধানী থেকে আজ বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ঢাকায় কর্মকর্তারা জানান, এই পাইপ লাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া, দুই প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৃথক-পৃথক প্রকল্পেরও উদ্বোধন করবেন। আজ সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ভারতীয় এলওসি’র অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প দুটির উদ্বোধন করা হবে। তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সেকশনের অধীন ট্রেন পরিচালনার লক্ষ্যে সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধিকরণ এ প্রকল্পের মূল লক্ষ্য। ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মিত হলে সমন্বতি ও গতিময় ট্রেন সার্ভিস প্রবর্তন...

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়ায়

Image
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও তাঁর স্ত্রীকে পিয়ংইয়ং বিমানবন্দরের রানওয়েতে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং-উন ও তাঁর স্ত্রী। ছবি: রয়টার্স দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সস্ত্রীক উত্তর কোরিয়া গেছেন। তিন দিনের সফরে তাঁরা আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছান।  বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থবির পারমাণবিক আলোচনাকে এগিয়ে নিতে মুন উত্তর কোরিয়া গেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পিয়ংইয়ংয়ে বৈঠক করবেন। দুই নেতার আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে। পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া সবাইকে চমকে দিয়ে আলোচনার টেবিলে আসে। এর মধ্যে দেশটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে বৈঠক করেছে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় একধরনের স্থবিরতা দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। আজ মুন ও তাঁর স্ত্রী উত্তর কোরিয়া পৌঁছালে পিয়ংইয়ং বিমানবন্দরের রানওয়েতে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং-উন ও তাঁর স্...

ট্রাম্প নয়, জিতলেন মোদি

Image
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাওয়ার পথ উন্মুক্ত করেছে ভারত। ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী সম্প্রতি ভারত সফরের সময় নয়াদিল্লির সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত সাঁজোয়া পর্যবেক্ষক ড্রোনের মতো উচ্চ প্রযুক্তির স্পর্শকাতর সামরিক সরঞ্জাম পেতে পারে। এই চুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এমনকি ট্রাম্পের দুই মন্ত্রীর ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। এই অনিশ্চয়তার নানা কারণের একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আনপ্রেডিক্টেবল’ চরিত্র। অন্য কারণগুলোর মধ্যে রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং পাকিস্তান-আফগানিস্তান প্রসঙ্গই উল্লেখযোগ্য। রাশিয়া ও ইরানের ওপর মার্কিন অবরোধ চলছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চলতি মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করেন। এই সফর গত এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প তাঁর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করায় সফর স্থগিত হয়ে যায়। পরে সফরের সময় নির্ধারণ করা হয় জুলাইয়ে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত...

সিরিয়ার আকাশ থেকে রুশ সামরিক বিমান নিখোঁজ

Image
আবারও উত্তপ্ত হয়ে উঠছে সিরিয়া ইস্যু। তারই জের ধরে দেশটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আইআই-২০ বিমানটিতে ১৪ জন আরোহী ছিলেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১১টা থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, চারটি ইসরায়েলি জেট আক্রমণের কারণে রাডারে প্লেনগুলোর খোঁজ মিলছে না।  প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় রাশিয়ান আইআই-২০ প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনের আরোহীরা এখন কীভাবে রয়েছেন, তা বলা যাচ্ছে না। তাদের খোঁজ চলছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে।  খবরে বলা হয়, সিরিয়া উপকূলের ৩৫ কিলোমিটার দূর থেকে আইআই-২০ সামরিক প্লেনটি দেশটির হেমেইমিম সামরিক ঘাঁটিতে যাচ্ছিল।  এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা তাস বলছে, চারটি ইসরায়েলি এফ-১৬ জেটের আক্রমণের পর থেকে রাডার কন্ট্রোলে খোঁজ মিলছে না সামরিক প্লেনটির। একই সময়ে রাশিয়ান রাডার কন্ট্রোল সিস্টেম ওই অঞ্চলে চারটি রকেট লাঞ্চার শনাক্ত করে।  বিডি প্রতিদিন/ ওয়া...

১৯ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে টাইম ম্যাগাজিন

Image
১৯ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, সেলসফোর্সের সহ-প্রতিষ্ঠাতা মার্ক বেনিঅফ এবং তার স্ত্রী লিন কিনতে চলেছেন মার্কিন মুলুকের অন্যতম প্রভাবশালী এই সাপ্তাহিক। মেরেডিথ কর্পোরেশনের কাছ থেকে বেনিঅফ দম্পতি প্রায় ১৯ কোটি মার্কিন ডলার দিয়ে মালিকানা কিনছেন বলেও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বিবিসি জানায়, বেনিঅফ দম্পতি টাইমের মালিকানা কিনছেন ব্যক্তিগত ভাবে। এর সঙ্গে সেলসফোর্সের কোনও সম্পর্ক নেই। সরকারি অনুমোদন পেলে আগামী এক মাসের মধ্যে টাইম ম্যাগাজিনের মালিকানা  বদলের প্রক্রিয়া শেষ হবে। ক্লাউড  কমপিউটিং সংস্থা সেলসফোর্সের চেয়ারম্যান তথা সহ-প্রতিষ্ঠাতা মার্ক বেনিঅফ বলেন, ‘টাইম ম্যাগাজিন একটি আইকন। এর মূল শক্তির জায়গাটা হলো গল্প বলার কৌশল। টাইম সেই সব বিষয় নিয়ে কাজ করে যা সবাইকে যুক্ত করে, সবার উপর প্রভাব ফেলে। এই রকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ উল্লেখ্য, বিজ্ঞাপন থেকে আয় কমতে থাকায় সাম্প্রতিক সময়ে প্রচার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয় টাইম। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই ম্যাগাজিনটি আজও দাপট দেখাচ্ছে বি...

বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র

Image
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমরা অপেক্ষায় আছি কখন চীন এই ইস্যুকে গুরুত্বের সঙ্গে নেবে। আমরা শুল্ক কমানো এবং শুল্কমুক্ত বাণিজ্যিক বাধা দূর করতে চাই। আমরা মুক্ত বাণিজ্যকে গুরুত্ব দিতে চাই। চীনের বাজারে সবার প্রবেশের সুযোগ দিতে হবে। এসব বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা করতে প্রস্তুত বলে উপদেষ্টা জানান। গতকাল সোমবার নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবের এক অনুষ্ঠানে ল্যারি কুডলো এসব কথা বলেন। তিনি বলেন, চীনের অর্থনৈতিক সংস্কার চলছে ভুল পথে। তিনি জানান, শিগগিরই চীনা পণ্যে ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করা হবে। এর আগে সোমবারই প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করতে পারেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন। - রয়টার্স