বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমরা অপেক্ষায় আছি কখন চীন এই ইস্যুকে গুরুত্বের সঙ্গে নেবে।
আমরা শুল্ক কমানো এবং শুল্কমুক্ত বাণিজ্যিক বাধা দূর করতে চাই। আমরা মুক্ত বাণিজ্যকে গুরুত্ব দিতে চাই। চীনের বাজারে সবার প্রবেশের সুযোগ দিতে হবে। এসব বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা করতে প্রস্তুত বলে উপদেষ্টা জানান।
গতকাল সোমবার নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবের এক অনুষ্ঠানে ল্যারি কুডলো এসব কথা বলেন। তিনি বলেন, চীনের অর্থনৈতিক সংস্কার চলছে ভুল পথে। তিনি জানান, শিগগিরই চীনা পণ্যে ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করা হবে। এর আগে সোমবারই প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করতে পারেন বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন। - রয়টার্স
Comments