Posts

'আলিবাবা' থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা'র

Image
মাত্র ৫৪ বছর বয়সেই নিজের হাতে গড়া কোম্পানি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী চীনা শিক্ষক দিবসে বিখ্যাত অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে অবসর নিচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা।  জ্যাক জানান, সোমবার তার ৫৪ তম জন্মদিন। সেই দিনই অবসর নেবেন। তারপর মানবপ্রেম বা জনহিতৈষণা নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিজের জীবন শুরু করা জ্যাক এর আগেও বেশ কয়েকবার মজার ছলে বলেছিলেন, তিনি খাঁটি প্রযুক্তিবিদ নন। কখনও হতেও পারবেন না।  তবে জ্যাকের অবসর নিয়ে এখনও আলিবাবা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তারপরে পরবর্তী কে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন সেবিষয়েও কিছু জানায়নি। তবে জ্যাকের অবসরের ঘোষণা শোনার পরই শনিবার সকালে আলিবাবার শেয়ার দু’‌শতাংশ পড়ে যায়।  ১৯৯৯ সালে যৌথভাবে চীনের অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। ২০১৩ সালে কোম্পানির সিইও হন তিনি। তার উপদেশ এবং নেতৃত্বেই আলিবাবার ব্যবসা তুমুল সাফল্য পায়। বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

জঙ্গি মারার প্রশিক্ষণ নিতে চীনে আফগান বাহিনী

Image
আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গিদের কীভাবে হত্যা করা যায়, আফগান সেনাবাহিনীকে তার প্রশিক্ষণ দেবে চীন। এই প্রশিক্ষণ নিতে আফগান সেনার একটি বাছাই দল খুব শিগগিরই চীনে যাবে। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জনান মোসাজাই। জনান মোসাজাই বলেন, আফগানিস্তানের আর্জি মেনে সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে চীন। চীনের সহযোগিতায় তারা 'মাউন্টেন ব্রিগেড' গড়ে তুলবে। এই মাউন্টেন ব্রিগেডকেই আল-কায়দা ও আইসিস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। সূত্র: এই সময় বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

মঙ্গলে 'মাকড়সা', নাসা'র ছবি ঘিরে চাঞ্চল্য!

Image
আপনি যদি মনে করেন মাকড়সা শুধু পৃথিবীতেই রহস্য তৈরি করে তাহলে ভুল ভেবেছেন ৷ মাকড়সা মঙ্গলগ্রহে মাকড়সাও রহস্য তৈরি করেছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এমনি কিছু ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র ৷ তবে মাকড়সা  শব্দটা অবশ্য মঙ্গলে সামান্য আলাদাভাবে ব্যবহার করা হয় ৷ গত সপ্তাহে নাসা মঙ্গল গ্রহের একটি ছবি প্রকাশ করেছে ৷  Mars Reconnaissance Orbiter-র তোলা এই ছবিটি হত ১৩ মে'র ৷ সেই ছবিতে লাল গ্রহের মাটিতে কিছু জিনিস দেখা যাচ্ছে ৷ যেটা কিছু উঁচু নিচু জিনিস আর মাকড়সা সদৃশ জিনিস চলে গেলে যেরকম দাগ পড়ে সেরকম দাগ পড়েছে ৷  এটা দক্ষিণ গোলার্ধে মঙ্গলগ্রহের চিহ্ন ৷ আসলে পৃথিবীতে এই ধরণের মৌসুম পরিবর্তনের সঙ্গে ভূমি পরিবর্তন হয় না। কিন্তু মঙ্গলে হয় ৷ মঙ্গলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। অতিরিক্ত ঠান্ডায় যার কিছুটা অংশ মাটির তলায় চলে যায়। আর তারপর যখন উষ্ণতা বাড়ে তখন এই বরফ গলে সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তারপরেই এইরকমের মাকড়সার মতো দেখতে বিষয়গুলি তৈরি হয়। এটা মঙ্গলে মরশুম পরিবর্তনের ইঙ্গিতবাহী।  এমনটাই মনে করছে নাসা। বিডি প্রতিদিন/ আব্দ...

মদপানে প্রতি বছর ২৮ লাখ মানুষের মৃত্যু

Image
মাদক ও ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা রকম প্রচার লক্ষ্য করা যায়। সিগারেটের প্যাকেট থেকে শুরু করে বিজ্ঞাপন সবখানেই সতর্কবার্তা দেখা গেলেও মদপান রুখতে তেমন প্রচার দেখা যায় না। তবে কেবল মদপানের কারণে প্রতি বছর পৃথিবীতে মারা যাচ্ছে লাখ লাখ মানুষ। সম্প্রতি লানসেট জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় জানা গেছে, পুরো বিশ্বে মদপানের কারণে প্রতিবছর ২৮ লক্ষ মানুষের মৃত্যু হয়। কেবল তাই নয়, ১৫ থেকে ৪৯ বছরের মানুষের প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যুর জন্য দায়ী অপরিমিত মদপান।  সমীক্ষায় আরও জানানো হয়, ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যালকোহল ব্যবহার ও শরীরের উপর তার কুপ্রভাব ছড়িয়েছে ১৯৫টি দেশে। ধূমপানের মতোই মদ্যপানের ফলেও ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।  সমীক্ষায় দেখা যায়, বর্তমান বিশ্বে তিনভাগের একভাগ (৩২ দশমিক ৫ শতাংশ) মানুষ মদ্যপানে আসক্ত। যার প্রায় ২৫ শতাংশই নারী। মদ্যপায়ীদের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিডি-প্রতিদিন/ ই-জাহান

চীনকে থামাতে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক!

Image
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। এ নিয়ে সতর্ক বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে প্রতিরক্ষায় নজরদারির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোনসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারত। পাশাপাশি, গোপন সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজর রাখতে কৃত্রিম উপগ্রহের দেওয়া তথ্যাদিও এবার আদান-প্রদান করতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। সে ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এ ব্যাপারে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দু’টি বৈঠক কোন প্রতীকী বৈঠক নয়। রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও অন্যান্য সম্পর্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে যে টানাপড়েন চলছে গত কয়েক দশক ধরে, সেই দূরত্ব উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আক্ষরিক অর্থেই, সামরিক শক্তিতে দু’টি দেশের কাছাকাছি আসার ক্ষেত্রে আসন্ন বৈঠক পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে। ...

সমুদ্রপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ

Image
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই চার দেশের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচলের বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে— চার দেশীয় সি-ক্রুজ সার্ভিস চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগকে সঙ্গে নিয়ে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সূত্র জানায়, গত ৩১ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এ চারটি দেশের সমন্বয়ে সি-ক্রুজ ও পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য যদি প্রচলিত আইন, নৌ প্রটোকল সংশোধনের প্রয়োজন পড়ে তবে তাও করা যেতে পারে বলে ওই সভায় মতামত দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চার দেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। আগামী ৯ ও ১০ অক্টোবর মেরিক্যাল লজিস্টিক ফোরামের বৈঠক হবে। আমরা ওই ফোরামে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করব। সূত্রগুলো জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এমওইউ অনুযায়ী দুই দেশের মধ্যে এখন...

ট্রাম্প সমর্থিত বিচারকের নিশ্চিতকরনের শুনানিতে সিনেটে বিক্ষোভ

Image
মার্কিন সুপ্রিম কোর্টে ব্রেট কাভানাফকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো সিনেট জুডিশিয়ারি কমিটিতে তার মনোনয়ন নিশ্চিতকরণের শুনানি হয়।   তবে এই শুনানি স্থগিত করার দাবিতে বিক্ষোভ করেন ডেমোক্র্যাটরা। এক দশক আগে হোয়াইট হাউসে কাজের সময় কাভানাফের কার্যাবলী সংক্রান্ত নথি গোপন রাখার প্রতিবাদ করেন ডেমোক্র্যাটরা। অনেক বিক্ষোভকারীকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। এই সময় তুমুল হট্টগোল শুরু হয়।   ডেমোক্র্যাটদের হট্টগোলের প্রতিবাদ জানায় রিপাবলিকানরাও। দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএন এবং এনবিসি টেলিভিশনের লাইসেন্স পরীক্ষা করার আহবান জানিয়েছেন। যৌন কেলেংকারিতে অভিযুক্ত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি ও সিএনএনের সমালোচনা করেন। -বিবিসি ও রয়টার্স