Posts

নাসার সূর্য ছোঁয়ার অভিযান ‘টাচ দ্য সান’

Image
এবার সৌর ঝড়ে রহস্য ভেদে নেমেছে বিজ্ঞানীরা। এ লক্ষ্যে নাসা সূর্যের ভয়ঙ্কর উত্তপ্ত এলাকায় ১৫০ কোটি ডলারে নির্মিত মহাকাশযান পাঠাতে যাচ্ছে। এটি মানুষের পাঠানো প্রথম কোন মহাকাশযান যা সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছবে। বিজ্ঞানীরা এই মহাকাশযানের মাধ্যমে বিস্ময় ও রহস্যে ভরা এই নক্ষত্রের ছবি ধারণ ও তা পর্যবেক্ষণের সুযোগ পাবেন। এই মিশনের নাম দেয়া হয়েছে ‘টাচ দ্য সান’। খবর এএফপির। ১১আগস্ট ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হবে। প্রথম এই প্রোবটি সুর্যের আবহমন্ডল করোনা অঞ্চলে প্রবেশ করবে।প্রোবটি করোনা কিভাবে কাজ করে সেটি বুঝতে বিজ্ঞানীদের সুযোগ করে দেবে। করোনায় কিভাবে মহাকাশে সৌরঝড়ের সৃষ্টি হয় তা জানা যাবে। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাও অচল হয়ে পড়ে। নাসার সোলার সায়েন্টিস্ট অ্যালেক্স ইয়ুং বলেন, ‘পৃথিবীর আবহাওয়ার ধারণা পেতে করোনা সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ তিনি বলেন, ‘করোনা আমাদের কাছে রহস্যময় এবং অজানা বিষয়।’ ৯১ বছর বয়সী সৌর জ্যোতির্বিজ্ঞানী ফুগনি পার্কারের নামে এই মহাকাশযানের নাম রাখা...

ইরান সীমান্তে বিপুল পরিমাণ তেলের সন্ধান পেল পাকিস্তান!

Image
পাকিস্তান-ইরান সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ‘এক্সন মবিল’ কোম্পানি। ওই খনিতে মজুদ থাকা তেলের পরিমাণ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মজুদকৃত তেলের চেয়েও বেশি বলে দাবি করেছে সংস্থাটি।  পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হুসেইন হারুন এক বক্তব্যে এই বিপুল পরিমাণ তেল আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির এক বৈঠকে ঘোষণা তিনি জানান, ইরান-পাকিস্তান পানিসীমার কাছে যুক্তরাষ্ট্রের ‘এক্সন মবিল’ কোম্পানি বিশাল এক তেলের মজুদ খুঁজে পেয়েছে। উত্তোলন উপযোগী এই তেলের খনি পাকিস্তানকে তেলের মজুদের দিক দিয়ে বিশ্বের ৬ষ্ঠ দেশে পরিণত করবে। এই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু করতে এক হাজার কোটি ডলার খরচ হবে বলেও জানান এই অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এই ক্ষেত্র থেকে উত্তোলনকৃত তেলের শতকরা ২৫ ভাগ এক্সন মবিলকে দিতে হবে। সম্প্রতি এক্সন মবিল জানিয়েছিল, তারা ইরান-পাকিস্তান সীমান্তে বড় ধরনের তেলের মজুদ পাওয়ার কাছাকাছি অবস্থায় র...

'আইএসের কাছে ফেরার চেয়ে গুলি খেয়ে মরা ভালো'

Image
' এটা ইরাক বা লিবিয়া নয়, এ অন্য কিছু। প্রতিদিন এখানে ৩০ জনের বেশি মানুষ মারা যায়, ফলে তুরস্কে আপনাকে স্বাগত। কিন্তু সিরিয়া যাবেন কিনা, ভাবুন। দরকার হলে সময় নিন। ওরা আপনাকে মেরে ফেলতে পারে।' এভাবেই সিরিয়ার বাসিন্দা একজন বাস্কেটবল প্রশিক্ষক থেকে মানব পাচারকারী হয়ে ওঠা নাদির, সাবধান করেছিলেন স্প্যানিশ সাংবাদিক রিকার্ডো গার্সিয়া ভিলানোভাকে। ২০১১ সালে সহকর্মী সাংবাদিক হাভিয়ের এসপিনোসার সঙ্গে গার্সিয়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকতে চেয়েছিল। কয়েক মাস পরে জঙ্গি দলগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা লড়াই 'ছিনতাই' করে নেবে। যে লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বলা হচ্ছে, পাঁচ লাখের বেশি মারা গেছে, বাস্তুহারা হয়েছে ৬০ লাখ মানুষ। কিন্তু ততক্ষণে গার্সিয়া ঢুকে পড়েছেন, পরবর্তীতে তাকে আটক করে তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপ আইএস। প্রথম যোগাযোগ কিভাবে হলো? সিরিয়াতে যখন জিহাদি দলগুলোর প্রতিপত্তি বেড়ে যায়, তখন অবস্থাটা এমন দাঁড়ায় যে তাদের কোন একটি দলের কাছে কয়েক ঘণ্টা বা দিন আটক থাকা যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্...

মাদকের যুদ্ধে তালেবানের কাছে হারছে যুক্তরাষ্ট্র?

Image
আফগানিস্তানে পপিগাছের পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। দেশটিতে ২০১৭ সালে বার্ষিক আফিম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার টনে। ছবি: এএফপি বিশ্বজুড়ে হেরোইন ও আফিমের সিংহভাগের জোগান যায় আফগানিস্তান থেকে। দেশটির অর্থনীতিও অনেকাংশে মাদক উৎপাদন ও বাজারজাতকরণের ওপর নির্ভরশীল। এর নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে গেছে তালেবানের হাতে। মাদকের যুদ্ধে তালেবানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র বিশাল কর্মপরিকল্পনা হাতে নিলেও মাঝপথে বন্ধ হয়ে গেছে তা। এতে তালেবানের কাছে যুক্তরাষ্ট্রের নতিস্বীকার করার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। সারা বিশ্বের মোট হেরোইনের ৯০ শতাংশ আফগানিস্তান থেকে আসে। হেরোইন উৎপাদন ও আফিম চাষের জন্য নিরাপত্তা দেয় জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তানের শাসনব্যবস্থা থেকে উৎখাত হওয়ার পর টিকে থাকার প্রশ্নে মাদক ব্যবসায় মনোযোগ বাড়িয়েছে তালেবান। কারণ, মাদক ব্যবসায় উপার্জন বিপুল। সেই অর্থ ব্যয় হচ্ছে তালেবানের অস্ত্র কেনা ও সক্ষমতা বাড়ানোর কাজে। ফলে জঙ্গিগোষ্ঠীটির শক্তিমত্তা হ্রাসে সফল হতে পারছে না আফগান সরকার ও মার্কিন কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম পলিটিকোর এক অনুসন্ধানে দেখা গেছে, আফগানিস্তানের মাদক উৎপাদনে বাধা দিতে ...

রোগীদের সেবা দিতে দিতেই মারা গেলেন নার্স

Image
স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী শর্মা (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯ টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ডেই হার্ড ষ্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। নিহত চন্দনা শহরের নিশ্চিন্তপুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী।  ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কেন্দ্রের সহকারী নার্স আরিস্তা হাসিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চন্দনা বাড়ি থেকে এসে হাসপাতালে ডিউটিতে যোগদান করেন। যোগদানের পর সে রোগীদের ছাড়পত্রে স্বাক্ষর করার সময় হঠাৎ তার বুকে ব্যথা দেখা দেয়। এরপর তার চেয়ারে বসে থাকা অবস্থায় অচেতন হয়ে পড়েন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদ বলেন, নার্স চন্দনা দীর্ঘদিন ধরে এ্যাজমা, আর্থাইটিসসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। মঙ্গলবার সকালে কর্মরত অবস্থায় হার্টস্টোক করে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন সাফায়াত বলেন, সকাল সাড়ে আটটার সময় নার্স আরিস্তা হাসিন তাকে ফোনে নার্স চন্দনার স্টোক করার কথা জানায়। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান এবং চিকিৎসারত অবস্থায় ন...

চীনের হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা

Image
পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ওয়েব রাইডার হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জিংকং-২ বা স্টেরি স্কাই-২ নামে এ বিমানের পরীক্ষা চালানো হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বিমানটির গতি তীব্র। নিজের তৈরি শব্দতরঙ্গ ব্যবহার করে দ্রুতগতিতে ছুটে চলে। এটি আকাশে স্বাধীনভাবে উড়তে সক্ষম, বড় আকারে বাঁক নিতে পারে এবং নির্ধারিত লক্ষ্যে ঠিকঠাকমতো অবতরণ করতে পারে। জিংকং-২ এয়ারক্রাফটি আকাশে থাকাকালে সেটির কক্ষপথ আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। ইত্তেফাক/জেডএইচ

‘ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে যুক্তরাষ্ট্রকে ভুলে যান’

Image
বাণিজ্যিক মিত্রদের ইরান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের পর টুইটারে এ হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা যাবে না।’ নতুন অবরোধের মধ্যে কিছু এখনই কার্যকর হয়েছে। তেল রপ্তানিসহ কঠোর অবরোধ কার্যকর হবে নভেম্বর থেকে। এ ধরনের পদক্ষেপকে ‘মনস্তাত্তিক যুদ্ধ’ অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। ২০১৫ সালে করা ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির করা পরমাণু চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছরের ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প এ চুক্তিকে ‘একপাক্ষিক’ ও ‘বিপর্যয়কর’ বলেও আখ্যায়িত করেন। তবে ইরান চুক্তি থেকে সরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিরুদ্ধেও কথা বলছে ইউরোপীয় নেতারা। তারা বলছেন, ইরানের সঙ্গে বৈধ ব্যবসা চালিয়ে যাবেন। ইত্তেফাক/টিএস