‘ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে যুক্তরাষ্ট্রকে ভুলে যান’

‘ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে যুক্তরাষ্ট্রকে ভুলে যান’
বাণিজ্যিক মিত্রদের ইরান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের পর টুইটারে এ হুঁশিয়ারি দিলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা যাবে না।’
নতুন অবরোধের মধ্যে কিছু এখনই কার্যকর হয়েছে। তেল রপ্তানিসহ কঠোর অবরোধ কার্যকর হবে নভেম্বর থেকে।
এ ধরনের পদক্ষেপকে ‘মনস্তাত্তিক যুদ্ধ’ অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট।
২০১৫ সালে করা ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির করা পরমাণু চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছরের ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প এ চুক্তিকে ‘একপাক্ষিক’ ও ‘বিপর্যয়কর’ বলেও আখ্যায়িত করেন।
তবে ইরান চুক্তি থেকে সরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিরুদ্ধেও কথা বলছে ইউরোপীয় নেতারা। তারা বলছেন, ইরানের সঙ্গে বৈধ ব্যবসা চালিয়ে যাবেন।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা