রোগীদের সেবা দিতে দিতেই মারা গেলেন নার্স

রোগীদের সেবা দিতে দিতেই মারা গেলেন নার্স
স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী শর্মা (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯ টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ডেই হার্ড ষ্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। নিহত চন্দনা শহরের নিশ্চিন্তপুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী। 
ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কেন্দ্রের সহকারী নার্স আরিস্তা হাসিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চন্দনা বাড়ি থেকে এসে হাসপাতালে ডিউটিতে যোগদান করেন। যোগদানের পর সে রোগীদের ছাড়পত্রে স্বাক্ষর করার সময় হঠাৎ তার বুকে ব্যথা দেখা দেয়। এরপর তার চেয়ারে বসে থাকা অবস্থায় অচেতন হয়ে পড়েন।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদ বলেন, নার্স চন্দনা দীর্ঘদিন ধরে এ্যাজমা, আর্থাইটিসসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। মঙ্গলবার সকালে কর্মরত অবস্থায় হার্টস্টোক করে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন সাফায়াত বলেন, সকাল সাড়ে আটটার সময় নার্স আরিস্তা হাসিন তাকে ফোনে নার্স চন্দনার স্টোক করার কথা জানায়। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান এবং চিকিৎসারত অবস্থায় নার্স চন্দনা মারা যান গেছেন বলে বিষয়টি নিশ্চিত হন।

বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা