Posts

ভীক্ষু-জীবন শেষ হলো থাই গুহা কিশোরদের

Image
মন্দিরের বুদ্ধমূর্তির সামনে মুড়ানো মাথা নোয়াচ্ছিলো কিশোররা। খালি পায়ে গ্রহণ করছিল মন্দিরে আসা ভক্তদের উপহার। শনিবার থাইল্যান্ডের মন্দিরের এভাবেই ক্যামেরাবন্দি হয় ৩ সপ্তাহ আটকে থাকার পর গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবল দলের সদস্যরা। শনিবার শেষ হয় শিক্ষানবিশ বৌদ্ধ ভীক্ষু হিসেবে তাদের এক সপ্তাহের মন্দিরবাস। এ অনুষ্ঠানে অংশ নেয় প্রায় তিন শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও। এর মাধ্যমে পরিবারের কাছে স্বাভাবিক জীবনে ফিরে যায় কিশোররা। থাইল্যান্ডে কেউ বিপদ থেকে উদ্ধার হলে কিছুদিন বৌদ্ধ ভীক্ষু হিসেবে মন্দিরবাসের প্রথা রয়েছে। গেল ২৩ জুন থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের থাম-লুয়াম গুহায় কোচসহ আটকা পড়েছিল ওয়াইল্ড বুয়ারস নামে একটি ফুটবল দলের এই কিশোররা। ২ জুলাই তাদের খোঁজ পাওয়া যায়। পরে ৮ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের অভিযানে তাদের সবাইকে উদ্ধার করে বহুজাতিক ডুবুরি দল। ইত্তেফাক/টিএস

উত্তেজনা সত্ত্বেও সিরিয়া পুনর্গঠনে ‘যুক্তরাষ্ট্রের সহায়তা চায় রাশিয়া’

Image
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও শরণার্থীদের প্রত্যাবাসনে রাশিয়া যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছে বলে মার্কিন এক সরকারি মেমোতে দাবি করা হয়েছে। কড়া গোপনীয় এক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে মস্কো মার্কিন শীর্ষ জেনারেলের সঙ্গে যোগাযোগ করে স্নায়ুযুদ্ধকালীন সময়ে শত্রুশিবিরে থাকা দেশটিকে নিয়েই সিরিয়ার অবকাঠামো পুননির্মাণে একযোগে কাজ করার পরিকল্পনার কথা জানায়। রুশ সামরিক বাহিনীর জেনারেল স্টাফ ভেলেরি গেরাসিমভ ১৯ জুলাই মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ডকে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দেন বলে মার্কিন সরকারের ওই মেমো দেখে জানিয়েছে রয়টার্স। মস্কোর ওই পরিকল্পনায় শীতল প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের রাজনৈতিক সংকট নিরসন ও জাতিসংঘের পর্যবেক্ষণে কোনো সাধারণ নির্বাচন হলে সে ধরনের পদক্ষেপেই কেবল সহায়তা দেবে বলেও মেমোতে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার ওই প্রস্তাবের সূত্রেই সিরিয়ার পুনর্গঠনে মস্কোর পরিকল্পনার বিশদ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গৃহযুদ্ধে বিপর্যস্ত আসাদ রাশিয়া ও ইরানের সাহায্য নিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন; হারতে ...

হাতের উপর সোনালি সেতু!

Image
‘হ্যান্ড অব গড’ বলতে এতদিন মানুষ আর্জেন্টাইন ফুটবলার দিয়েদো ম্যারাডোনার সেই গোলের কথাই মনে করতো। কিন্তু এবার ‘হ্যান্ড অব গড’ শিরোনামে ভাগ বসিয়েছে ভিয়েতনামের একটি অসাধারণ স্থাপত্য। মধ্য ভিয়েতনামের বনভূমি অংশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকা্ল দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু।  সমুদ্রপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উঁচুতে নির্মিত এই সেতুতে হাঁটার সময় পর্যটকদের মনে হবে যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। মূলত পর্যটকদের আকর্ষণ করতেই জুন মাসে ডানাং এর কাছে অবস্থিত এই সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। সেতুটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।  সেতুটি যে মানুষের এতখানি পছন্দ হতে পারে সে সম্পর্কে নির্মাতাদেরও এতোটা ধারণা ছিল না। টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের প্রধান ডিজাইনার ভু ভিয়েত আন বলেন, আমাদের সত্যিই ভীষণ গর্ব হচ্ছে এটা দেখে যে গোটা বিশ্বের মানুষ আমাদের এই কাজের এত প্রশংসা করছে।-রয়টার্স ইত্তেফাক/ইউবি

প্রধানমন্ত্রীর প্রাসাদে থাকছেন না ইমরান খান

Image
আগের ঘোষণা অনুযায়ী পাক প্রধানমন্ত্রীর বিশালাকার রাজপ্রাসাদে থাকছেন না ইমরান খান। মন্ত্রীদের জন্য নির্ধারিত আবাসিক এলাকার একটি বাড়িকে প্রধানমন্ত্রীর বাসভবন ঘোষণা দেয়া হবে। সেখানেই থাকবেন তিনি। এনডিটিভি। নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান খান বলেন, ‘এত বিশাল রাজ প্রাসাদে আমি থাকবো না, এখানে বরং কোন শিক্ষা প্রতিষ্ঠান করলে ভাল হয়।’ তবে পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবনের ভাগ্য কী হবে তা এখনও নির্ধারিত হয়নি। ডনের খবরে বলা হয় বর্তমানে ইমরানের নিজ বাসায় নিরাপত্তা ঝুঁকি থাকায় তিনি মন্ত্রী পাড়ায় থাকবেন। ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ১১৬টি আসন পেয়ে বিজয়ী হয় পাকিস্তান তেহরিকে ইনসাফ(পিটিআই)।আসছে ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলটির চেয়ারম্যান ইমরান খান। ইত্তেফাক/টিএস

'ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না'

Image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, প্রেসিডেন্ট হাসান রুহানি কোনোদিনও তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না। আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প সোমবার যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে এক বক্তব্যে জেনারেল জাফারি আরো বলেন, ইরানের জনগণ তাদের দায়িত্বশীলদের কখনোই বড় শয়তান আমেরিকার সঙ্গে আলোচনায় বসার অনুমতি দেবে না। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইরান উত্তর কোরিয়া নয় যে আমেরিকার আহ্বানে ইতিবাচক সাড়া দেবে। আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত দেশগুলোর সঙ্গে ইসলামপ্রিয় ইরানি জনগণের ব্যাপক পার্থক্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।  জেনারেল জাফারি বলেন, ইরানি জাতি কখনো হুমকি বরদাশত করে না এবং বিদেশিদের যে কোনো চাপের মুখে তাদের মধ্যে ঐক্য ও সংহতি বেড়ে যায়। মার্কিন কর্মকর্তাদের ধোঁকাবাজি সম্পর্কে ইরান পুরোপুরি অবগত রয়েছে উল্লেখ করে আইআরজিসি’র প্রধান বলেন, ইরানের সরকার ও জনগণ তাদের মহান নেতার দিকনির্দেশনায় অভ্যন্তরীণ সক্ষমতা ও আল্লাহর দেয়া খনিজ সম্...

৯ বছর পর তুরস্ককে জাহাজগুলো ফেরত দিল আলজেরিয়া

Image
অবৈধভাবে মাছ ধরায় ৯ বছর ধরে বন্দরে আটক থাকা তিনটি জাহাজ তুরস্ককে সোমবার ফেরত দিয়েছে আলজেরিয়া। অন্যদিকে, বিনা দোষে জাহাজ আটকে রেখে আর্থিক ক্ষতি করার অভিযোগে আলজেরিরার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জাহাজের মালিক প্রতিষ্ঠান 'অ্যাকোয়া গ্রুপ'। এ ব্যাপারে আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এপিএসকে উদ্ধৃত করে মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, জাহাজ তিনটি আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর আন্নাবাতে ৯ বছর ধরে আটকে রাখা হয়েছিল। এ নিয়ে মামলা চলছিল। তবে শেষ পর্যন্ত মামলার রায় তুর্কি কোম্পানির পক্ষে যাওয়ায় সোমবার তা ফেরত দেয়া হয়। এদিকে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে অ্যাকোয়া গ্রুপের চেয়ারম্যান ওসমান কোচামান বলেন, আমাদের ৩ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে। তিনটি জাহাজের মধ্যে দু'টিই ভাড়া করা ছিল। ৯ বছর ধরে কোম্পানি ভাড়া পরিশোধ করলেও জাহাজগুলো ব্যবহার করা যায়নি। সূত্র: মিডলইস্ট মনিটর বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ 

শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা অচল

Image
**লাইসেন্স তল্লাশি করছে শিক্ষার্থীরা **আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের ওপর উঠে গেল পিকআপ **চালকের লাইসেন্স নেই, আটকে রাখে পুলিশের গাড়ি **বেশিরভাগ পরিবহনের বাস চলেনি **গাড়ি ভাঙছে কারা শিক্ষার্থীদের আন্দোলনের চতুর্থ দিনে অচল হয়ে পড়ে পুরো রাজধানী। বিভিন্ন সড়কে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চলমান এই আন্দোলনে গতকাল বুধবার রাজধানীতে চলাচলকারী বেশিরভাগ পরিবহনের বাস নামেনি। ফলে অফিসগামী ও অফিস ফেরত লোকজনকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এরপরও দুর্ভোগের শিকার নগরবাসী বলছেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে। পরিবহন সেক্টরের এই নৈরাজ্যের সমাধান হওয়া জরুরি। ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিকালে ঘাতক বাসের মালিক শাহাদত হোসেনকে র্যাব গ্রেফতার করেছে। এ ঘটনায় জড়িত অপর দুইটি বাসের মালিক এখনও  গ্রেফতার হয়নি। গতকাল শনির আখড়া, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, রামপুরা, খিলক্ষেত, মতিঝিল, ভাটারা, মিরপুর-১০ নম্বর গ...