৯ বছর পর তুরস্ককে জাহাজগুলো ফেরত দিল আলজেরিয়া

৯ বছর পর তুরস্ককে জাহাজগুলো ফেরত দিল আলজেরিয়া
অবৈধভাবে মাছ ধরায় ৯ বছর ধরে বন্দরে আটক থাকা তিনটি জাহাজ তুরস্ককে সোমবার ফেরত দিয়েছে আলজেরিয়া। অন্যদিকে, বিনা দোষে জাহাজ আটকে রেখে আর্থিক ক্ষতি করার অভিযোগে আলজেরিরার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জাহাজের মালিক প্রতিষ্ঠান 'অ্যাকোয়া গ্রুপ'।
এ ব্যাপারে আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এপিএসকে উদ্ধৃত করে মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, জাহাজ তিনটি আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর আন্নাবাতে ৯ বছর ধরে আটকে রাখা হয়েছিল। এ নিয়ে মামলা চলছিল। তবে শেষ পর্যন্ত মামলার রায় তুর্কি কোম্পানির পক্ষে যাওয়ায় সোমবার তা ফেরত দেয়া হয়।
এদিকে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে অ্যাকোয়া গ্রুপের চেয়ারম্যান ওসমান কোচামান বলেন, আমাদের ৩ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে। তিনটি জাহাজের মধ্যে দু'টিই ভাড়া করা ছিল। ৯ বছর ধরে কোম্পানি ভাড়া পরিশোধ করলেও জাহাজগুলো ব্যবহার করা যায়নি।
সূত্র: মিডলইস্ট মনিটর
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা