হাতের উপর সোনালি সেতু!

হাতের উপর সোনালি সেতু!
‘হ্যান্ড অব গড’ বলতে এতদিন মানুষ আর্জেন্টাইন ফুটবলার দিয়েদো ম্যারাডোনার সেই গোলের কথাই মনে করতো। কিন্তু এবার ‘হ্যান্ড অব গড’ শিরোনামে ভাগ বসিয়েছে ভিয়েতনামের একটি অসাধারণ স্থাপত্য। মধ্য ভিয়েতনামের বনভূমি অংশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকা্ল দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু। 
সমুদ্রপৃষ্ঠ থেকে এক কিলোমিটার উঁচুতে নির্মিত এই সেতুতে হাঁটার সময় পর্যটকদের মনে হবে যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। মূলত পর্যটকদের আকর্ষণ করতেই জুন মাসে ডানাং এর কাছে অবস্থিত এই সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। সেতুটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 
সেতুটি যে মানুষের এতখানি পছন্দ হতে পারে সে সম্পর্কে নির্মাতাদেরও এতোটা ধারণা ছিল না। টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের প্রধান ডিজাইনার ভু ভিয়েত আন বলেন, আমাদের সত্যিই ভীষণ গর্ব হচ্ছে এটা দেখে যে গোটা বিশ্বের মানুষ আমাদের এই কাজের এত প্রশংসা করছে।-রয়টার্স
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা