Posts

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষ ফেরত দিচ্ছে উ. কোরিয়া

Image
উত্তর কোরিয়া কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠাচ্ছে। এতে কিম জং উনকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সানতোসা দ্বীপে জুনে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছিল তাতে দেহাবশেষ ফেরতের বিষয়টি উল্লেখ ছিল।-খবর বিবিসি দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে শেষ হওয়া লড়াইয়ের ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ং মার্কিন সেনাদের এ দেহাবশেষগুলো ফেরত দিচ্ছে। ১৯৫০-৫৩ পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো হচ্ছে। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বের উনসেন বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের পথে থাকা দেহাবশেষ বহনকারী বিমান দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে থামার পর মার্কিন সেনারা তাতে ‘অনার গার্ড’ দেয়। এতে ৫৫জনের দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে। দেহাবশেষ পাঠানো মধ্য দিয়ে নিহত সেনাদের আত্মীয়দের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। ইত্তেফাক/অারকেজি

ট্রাম্পকে ইরানের হুমকি 'আপনি যদি যুদ্ধ শুরু করেন, আমরা শেষ করব'

Image
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাগযুদ্ধ আর পাল্টাপাল্টি হুঙ্কার। তারই জের ধরে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বৃহস্পতিবার হামেদানে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন।  ট্রাম্পকে হুমকি দিয়ে তিনি বলেন,‘আমরা আপনার কাছে আছি, এতোটা কাছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা প্রস্তুত...আপনি যদি যুদ্ধ শুরু করেন, আমরা তার শেষ করব। আপনি জানেন, এই যুদ্ধ আপনার সমস্ত সম্পদকে ধ্বংস করবে। ট্রাম্প জুয়াড়ির ভাষায় কথা বলেন উল্লেখ করে তিনি বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে জবাব পাওয়ার মতো মর্যাদার অধিকারী ট্রাম্প নন।’   এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আর কখনো হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব কম।’ কাসেম সুলাইমানি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একজন সেনা সদস্য হিসেবে আপনার হুমকির জবাব দেওয়া আমার ...

ইমরান খানের নতুন পাকিস্তানের সঙ্গে কাজের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

Image
ইমরান খান ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন সরকার গঠন করার পর তাদের সঙ্গে কাজ করার সুযোগ খোঁজার পাশাপাশি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অগ্রগতির চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে ফল ঘোষণার পাশাপাশি পর্যবেক্ষক মিশনের প্রাথমিক তথ্য প্রকাশের অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। ফলাফল নিজের পক্ষে আনতে নির্বাচনের কারচুপির ব্যাপক অভিযোগ সত্ত্বেও এরই মধ্যে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নিজের দলকে বিজয়ী দাবি করেছেন তিনি। জাতীয় পরিষদের আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ইমরান খানের পিটিআই। এখন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা। ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের সর্বশেষ ফল অনুযায়ী পিটিআই পেয়েছে ১০৫টি আসন। পিটিআইকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নতুন সরক...

ট্রাম্পকেও রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন

Image
‘ওয়াশিংটন যেতে আমি প্রস্তুত,’ বললেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিএনএন, এনডিটিভি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও মস্কোতে আমন্ত্রণ জানান, পুতিন। সম্প্রতি ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প-পুতিন বৈঠকের পর মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার পক্ষ নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। পরে সমালোচনার মধ্যেই পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি। তবে এ আমন্ত্রণের ব্যাপারে মস্কোর পক্ষ থেকে কোন বক্তব্য না আসায় নতুন করে সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ইত্তেফাক/টিএস

৬ দশক পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা

Image
ফিলিপাইনের স্বাধীনতাকামী অঞ্চল মিন্দানাওয়ের মুসলিম গোষ্ঠিগুলোর সঙ্গে নতুন চুক্তিতে উপনীত হয়েছে রদ্রিগো দুতের্তো সরকার। এ চুক্তি অনুযায়ী দীর্ঘ ৬ দশক সংগ্রামের পর সীমিত আকারে স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছে মিন্দানাওয়ের অঞ্চলের ব্যাংসামোরোর মুসলমানরা।  স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনে মুসলমানদের স্বায়ত্বশাসিত একটি বিশেষ অঞ্চল গঠনের জন্য প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো সরকার মুসলিমদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষের মধ্যে সম্পাদিত এ চুক্তির ফলে সেখানে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলমান অস্থিরতার নিষ্পত্তি হবে বলে আশাবাদী উভয় পক্ষ। প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র হ্যারি রোক বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, স্বায়ত্তশাসিত হতে যাওয়া মুসলিম অঞ্চলটির নাম হচ্ছে মিন্দানাও অঞ্চলের ব্যাংসামোরো। বিডি-প্রতিদিন/ ই-জাহান

চীনের জন্য ২ লাখ ভারতীয় চাকরিচ্যুত

Image
দীর্ঘদিন ধরে চীনের তৈরি সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে ভারতে। আর সেই কারণে কাজ হারিয়েছেন দেশটির প্রায় দুই লাখ মানুষ। শুক্রবার ভারতের সংসদে এমনটাই জানানো হয়েছে বাণিজ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে।  শুধু সোলার প্যানেল নয়, চীনা জিনিসপত্র আমদানিতে ক্ষতি হয়েছে ভারতের অন্যান্য শিল্পেরও। এর মধ্যে রয়েছে খেলনা, সাইকেল, ওষুধ এবং বয়নশিল্পও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট এবং ভিওয়ান্ডিতে বন্ধ হয়ে গেছে ৩৫ শতাংশ পাওয়ারলুম।  রিপোর্টে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত জার্মানি-ফ্রান্স-ইতালির মতো দেশে সোলার প্যানেল রপ্তানি করত ভারত। কিন্তু এরপর থেকে বাজারে ছেয়ে যায় চীনের তৈরি সোলার প্যানেলে। এমনকি ভারতের মার্কেটও দখল করে নেয় সেগুলো। ফলে কাজ হারান প্রায় ২ লাখের বেশি মানুষ।   এছাড়া, রিপোর্টে চীন থেকে আমদানি করা দ্রব্যের গুণমান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেমন: চীনের তৈরি সোলার প্যানেলে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিমনি ব্যবহার করা হয়। কিংবা চীনা এলইডি বাল্ব তৈরি করতে ব্যবহৃত হয় অন্যান্য ক্ষতিকারক পদার্থ।  এদিকে, প্রতিবেদন প্রকাশের পর পরিস্...

ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা

Image
সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ইমরান খানের পিটিআই। ছবি: এএফপি ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হওয়ার পরও পাকিস্তানের সাধারণ নির্বাচনের পুরো ফলাফল প্রকাশিত হয়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফলাফল প্রকাশের এই বিলম্বকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে। পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ইমরান খানের পিটিআই। এখন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা। পাকিস্তানের নির্বাচন কমিশনের বরাত দিয়ে নির্বাচনের ফলাফল জানিয়েছে সংবাদমাধ্যম ডন। রাত সাড়ে দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলির ১৯৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে পিটিআই পেয়েছে ৯৮টি। পিএমএল-এন পেয়েছে ৪৯টি আসন। আর পিপিপি পেয়েছে ২৩টি আসন। এদিকে এরই মধ্যে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নিজের দলকে বিজয়ী দাবি করেছেন তিনি। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রাপ্ত ফলাফল অনুযায়ী...