ট্রাম্পকেও রাশিয়ায় আমন্ত্রণ জানালেন পুতিন
‘ওয়াশিংটন যেতে আমি প্রস্তুত,’ বললেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিএনএন, এনডিটিভি।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও মস্কোতে আমন্ত্রণ জানান, পুতিন।
সম্প্রতি ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প-পুতিন বৈঠকের পর মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার পক্ষ নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। পরে সমালোচনার মধ্যেই পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি। তবে এ আমন্ত্রণের ব্যাপারে মস্কোর পক্ষ থেকে কোন বক্তব্য না আসায় নতুন করে সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
ইত্তেফাক/টিএস
Comments