৬ দশক পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা

৬ দশক পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা
ফিলিপাইনের স্বাধীনতাকামী অঞ্চল মিন্দানাওয়ের মুসলিম গোষ্ঠিগুলোর সঙ্গে নতুন চুক্তিতে উপনীত হয়েছে রদ্রিগো দুতের্তো সরকার। এ চুক্তি অনুযায়ী দীর্ঘ ৬ দশক সংগ্রামের পর সীমিত আকারে স্বায়ত্তশাসনের অধিকার পেয়েছে মিন্দানাওয়ের অঞ্চলের ব্যাংসামোরোর মুসলমানরা। 
স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনে মুসলমানদের স্বায়ত্বশাসিত একটি বিশেষ অঞ্চল গঠনের জন্য প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো সরকার মুসলিমদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দুই পক্ষের মধ্যে সম্পাদিত এ চুক্তির ফলে সেখানে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলমান অস্থিরতার নিষ্পত্তি হবে বলে আশাবাদী উভয় পক্ষ।
প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র হ্যারি রোক বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, স্বায়ত্তশাসিত হতে যাওয়া মুসলিম অঞ্চলটির নাম হচ্ছে মিন্দানাও অঞ্চলের ব্যাংসামোরো।
বিডি-প্রতিদিন/ ই-জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা