বিশ্বকাপের ফাইনাল দেখতে পারছে না কিশোরেরা
গুহায় আটকে পড়ার পর খুদে ফুটবলারদের ফিরে পাওয়ার আকুলতা জানিয়ে টুইটারে এ ছবিটি পোস্ট করা হয়েছিল। ছবি: বিবিসির সৌজন্যে থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ফুটবল দলের ১২ সদস্য, তাদের কোচসহ সবাইকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গত রবি ও সোমবার চারজন করে আটজনকে উদ্ধারের পর মঙ্গলবার বাকি পাঁচজনকে উদ্ধার করা হয়। তবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পূর্বঘোষণা অনুযায়ী রাশিয়ার মস্কোতে ১৫ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য যেতে পারছে না তারা। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা সুস্থ থাকলেও রাশিয়া যাওয়ার মতো শারীরিক অবস্থায় নেই। এই কিশোরদের জন্য শুভকামনা জানিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো, ইংল্যান্ডের জন স্টোনস ও আর্জেন্টিনার লিওনেল মেসি। কিশোরের দল ফুটবল খেলা দেখতে যেতে পারবে কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হলে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জেসাদা চকেডামরংসুক বলেন, ‘তারা যেতে পারবে না। তাদের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তারা টেলিভিশনের পর্দায় খেলাটি দেখতে পারে।’ পরীক্ষা দিতে হবে না গুহা থেকে পাঠানো চিঠিতে ১২ কিশোর তাদের বেশি বেশি বাড়ির কাজ না দেওয়ার অনুরো...