অবশেষে গুহা থেকে সেই ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার

অবশেষে গুহা থেকে সেই ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার
থাইল্যান্ডের গুহায় আটকা পড়া ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গত দুইদিন ৪ জন করে ৮ জন উদ্ধারের পর আজ মঙ্গলবার বাকি ৪ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ডুবুরিরা। খবর রয়টার্সের।
এর ফলে গুহায় আটকে থাকার ১৮ দিন পর সব ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।
এর আগে, তৃতীয় দিনের মতো মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় উদ্ধার অভিযানে নামে ব্রিটিশ ও থাই ডুবুরি দল।
যদিও ফুটবলারদের উদ্ধারের কাজটা মোটেও সহজ ছিল না। বিবিসির খবরে বলা হচ্ছে, এই গুহাটি সাপের মতো এমনভাবে পেঁচানো এবং এর ভেতরে এতো ফাটল আছে যা উদ্ধারকারীদের জন্যে যেকোন সময় বিপদ ডেকে আনতে পারতো। থাম লুয়াং নামের এই গুহাটির কোথাও কোথাও ১০ মিটার পর্যন্ত উঁচু, কোথাও কোথাও অত্যন্ত সরু আবার কোথাও কোথাও সেটি পানিতে পূর্ণ হয়ে আছে।
গুহাটির ভেতর থেকে বাচ্চাদের বের করে আনার কাজটা কতোটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠে একজন উদ্ধারকারী ডুবুরির মৃত্যুর ঘটনায়।
গুহার ভেতরে অনেক জায়গা পানিতে ভরে আছে। এসব জায়গা পার হয়ে বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছাতে সক্ষম হয় উদ্ধারকারী ডুবুরিরা। এসময় তাদের সাথে ছিল নিশ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র। ঠিক বাচ্চাদেরকে একইভাবে সেখান থেকে বের করে আনতে হয়েছে ডুবুরিদের।
উল্লেখ্য, গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। গত রবিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় তাদের উদ্ধার অভিযান।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৮/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা