টেলিভিশনে বিশ্বকাপ ফাইনাল দেখবে থাইল্যান্ডের কিশোর ফুটবলাররা
স্টেডিয়ামে যেতে না পারলেও টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে পারবে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া কিশোরসহ কোচ। এমনটাই জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায় ব্রিটেনের প্রতি এই কিশোরদের সমর্থন থাকবে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, বৃটিশ ডুবুরিরা সবার আগে তাদের কাছে পৌঁছেছিল।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. যেসাদা ছোকেদামরংসোক রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধারকৃত কিশোর ও কোচ তখনো হয়তো স্টেডিয়ামে যাওয়ার মতো শারীরিক অবস্থায় থাকবে না, কিন্তু তারা টেলিভিশনে ফুটবল বিশ্বকাপ দেখতে পারবে।
গুহায় আটকে পড়া ১২ কিশোর ও কোচকে ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে ফিফা। গত শুক্তবার ফিফা এ আমন্ত্রণ জানায়।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ থাই গুহায় আটকে ছিল ১২ কিশোরসহ তাদের কোচ। আজ তাদের সবাইকে উদ্ধার সম্পন্ন করে উদ্ধারকর্মীরা।
ইত্তেফাক/এসআর/নূহু
Comments