দ্বিতীয় দিনের অভিযান শেষ, থাই গুহা থেকে আরও চারজন উদ্ধার
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহায় অভিযান চালিয়ে দ্বিতীয় দিনেও চার কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত গুহা থেকে মোট আটজনকে বের করে আনা হল। দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযানে যুক্ত এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন এর খবরে এ তথ্য দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সরকারী সূত্রে এখনো কোন খবর নিশ্চিত করা হয় নি। এদিকে প্রথম ও দ্বিতীয় দিনের অভিযান শেষে উদ্ধার হওয়ার সংখ্যা দাঁড়াল ৮। এখনো গুহার ভেতরে ৪ কিশোর ও তাদের কোচসহ মোট ৫ জন আটকে আছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১ টায় দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে উদ্ধারকারী ডুবুরিরা। রবিবারের উদ্ধার অভিযানে যাওয়া ডুবুরিরাই এদিন ফের গুহায় প্রবেশ করেন। স্থানীয় সময় বিকেল ৪ টা ২৭ মিনিটে আজকের দিনের প্রথম কিশোরকে গুহা থেকে বের হতে দেখা যায়। তারপর ধারাবাহিকভাবে আরো তিনজনকে বের করে আনে উদ্ধারকারীরা। গুহা থেকে বের করে আনার পর গুহার প্রবেশমুখে অবস্থানরত অ্যাম্বুলেন্সে করে পাশের ফিল্ড হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্য কর্মীরা। তারপর সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ...