Posts

১৯ বছর পর এফ-৩৫ জঙ্গিবিমান হাতে পাচ্ছে তুরস্ক

Image
মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে এরদোগানের দেশ তুরস্ক। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দিবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে তুর্কি দৈনিক সাবাহ। জানা যায়, ১৯৯৯ সালে একশ'টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। ওই চুক্তি অনুসারেই ২০১৮ সালে বিমানগুলো তুরস্ককে হস্তান্তর করবে ট্রাম্পের দেশ। এর মধ্যে ৩০টি বিমান কয়েক দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। এ জন্য তুরস্ক সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পূরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে। যদিও চুক্তি সইয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

নিউটন-ডারউইনের সমাধির মাঝখানে চিরঘুমে হকিং

Image
বিজ্ঞানের দুই মহীরূহ পূর্বসূরির মাঝে স্থান পেলেন স্টিফেন হকিং। গত শুক্রবার স্যার আইজাক নিউটন ও চার্লস ডারউইনের কবরের মাঝখানে সমাধিস্থ করা হয়েছে বিশ্বখ্যাত পদার্থবিদ হকিংকে। একই দিনে মহাকাশে পাঠানো হয়েছে হকিংয়ের কণ্ঠের বিশেষ বার্তা। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, গত শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে স্টিফেন হকিংয়ের দেহভস্ম ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাধিস্থ দেওয়া হয়। গত ১৪ মার্চ মারা যান এই বিশ্বখ্যাত পদার্থবিদ। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ওই দিনই পৃথিবীর সবচেয়ে কাছের কৃষ্ণগহ্বরে পাঠানো হয়েছে স্টিফেন হকিংয়ের কণ্ঠে বিশেষ বার্তা। পৃথিবী থেকে কৃষ্ণগহ্বরটির দূরত্ব সাড়ে তিন হাজার আলোকবর্ষ। ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীরা হকিংয়ের স্মরণে এই পদক্ষেপ নেয়। হকিংয়ের পরিবারের সদস্যরা বলেছেন, এই অনুষ্ঠানটি ছিল ‘প্রতীকী’। ওয়েস্টমিনস্টার অ্যাবে কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, স্টিফেন হকিংয়ের দেহভস্ম বিজ্ঞানীদের জন্য নির্ধারিত স্থানে সমাহিত করা হয়েছে। এ সময় হকিংয়ের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত ১৪ মার্চ মারা যান বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং। ত...

আফগানিস্তানে ঈদ জমায়াতে বোমা হামলায় নিহত ৩৬ / ১৭ জুন, ২০১৮ ইং ১৩:৫৩ মিঃ

Image
আহত এক তালেবান যোদ্ধাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আফগানিস্তানের তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি ঈদের জামায়াতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। হতাহতের অধিকাংশই তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন। গতকাল শনিবার আফগানিস্তানের নানগারহারে প্রদেশের বাতিকোট জেলায় এ ঘটনা ঘটে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে ৩ দিনের অস্ত্র বিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সন্ত্রাসী গোষ্ঠীটি। এ হামলার কারণ এখনো অজানা।-আলজাজিরা। ইত্তেফাক/মোস্তাফিজ

নতুন জীবন দেওয়া পরিবারটিকে ২৬ বছর ধরে খুঁজছিলেন তিনি

Image
গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। ছবিটি ফেসবুক থেকে নেওয়া ১৯৯২ সাল। সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের মুম্বাই তখন অস্থির। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল শহরের এক মুসলিম পরিবার। সেই ব্যক্তির জীবন ছিল হুমকির মুখে। কিন্তু সন্তান পরিচয় দিয়ে তাঁর প্রাণ বাঁচায় মুসলিম পরিবারটি। এরপর থেকে গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেফ হিসেবে বিখ্যাত বিকাশ খান্না। তবে খ্যাতির চূড়ায় উঠেও ওই মুসলিম পরিবারের কথা ভুলে যাননি তিনি। ১৯৯২ সালের পর অনেক দিন সেই পরিবারের খোঁজ পাচ্ছিলেন না বিকাশ। শেষে ২৬ বছর পর অপেক্ষার অবসান হয়েছে। প্রাণ বাঁচানো পরিবারের দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার রমজান মাসে। উৎফুল্ল বিকাশ ওই পরিবারের সঙ্গে ইফতারও করেছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বিকাশ খান্না। ১৯৯২ সালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সময় মুম্বাইয়ের একটি হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ...

‘‌বাবা, আমি দেখতে পাচ্ছি না’‌

Image
আবদুল মইন আল হাসান নামে শিশুটির বয়স দশের গণ্ডিও পার হয়নি। আর এর মধ্যেই যুদ্ধের ভয়াবহতার শিকার হতে হল তাকে। মেনে নিতে হল অন্ধত্বকে। সম্প্রতি বোমাবর্ষণে আবদুলের গোটা বাড়িটা উড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর হাসপাতালের বেডে যখন আবদুলের ঘুম ভাঙে, তখন সে আর কিছু দেখতে পাচ্ছিল না। এরপরই বাবাকে ডাকতে থাকে ছোট্ট আবদুল।  কাতর কণ্ঠে বলে ওঠে, ‘‌বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না।’ ‌এরপর অসহায় বাবা আবদুলকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। আর এই গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।  অনেকেই আবদুলের চিকিৎসার জন্য এগিয়ে আসেন। ইতিমধ্যে ৯৯০ পাউন্ড সংগ্রহও করা হয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার ইদলিবে বোমাবর্ষণে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রবিবার মারা গিয়েছিলেন ৪০ জন।  আবদুলের ভিডিওটি ভাইরাল হলেও লাভ কিছুই হবে না। কারণ রাতে গুলি‌ ও বোমার শব্দে ঘুমাতে যাওয়া, আর সকালে সেই শব্দেই ঘুম ভাঙা। এটাই সিরিয়ায় সাধারণ মানুষের অভ্যাস হয়ে গেছে। আট থেকে আ...

অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

Image
মাত্র কয়েকদিন আগেও দু'পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে। (তালেবানের সাথে  সেলফি  তুলছেন এক আফগান।) একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না। আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান। সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল

সৈকতে বর্ষার রূপ দেখছেন পর্যটকেরা

Image
কয়েক দিন ধরেই উত্তাল কক্সবাজার। ভারী বর্ষণ হচ্ছে। সৈকতের বালুচরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে দূরের পানে তাকালে মনে হয় আকাশ আর সমুদ্র যেন একাকার হয়ে গেছে। বর্ষার এই রূপ উপভোগ করতে অনেকে ঈদের ছুটিতে হাজির হয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে। আজ শনিবার ঈদের প্রথম দিন সৈকতে সমবেত হয়েছেন হাজারো পর্যটক। ঈদের দ্বিতীয় দিন থেকে এই সংখ্যাটা বাড়বে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী সাত দিনে সৈকত ভ্রমণে আসবেন দুই লাখের বেশি পর্যটক। তিনি বলেন, এবার ঈদের ছুটি খুব দীর্ঘ নয়। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এবার পর্যটকের আগমন অনেক কমে গেছে। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, গত বছর ঈদুল ফিতরের ছুটিসহ সাত দিনে কক্সবাজারে আসেন অন্তত ছয় লাখ পর্যটক। তখন হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ঈদের দিন দুপুরে সৈকতের লাবণি পয়েন্টে গিয়ে দেখা যায়, কয়েক শ পর্যটক উত্তাল সমুদ্রে নেমে গোসল করছেন। লাইফগার্ড কর্মীরা তাঁদের উপকূলের কাছাকাছি থাকতে অনুরোধ জানাচ্ছেন, হুইসিল বাজাচ্ছেন। ...