ত্রিপুরা, মিজোরাম ও আসামের বহু গ্রাম প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আবির্ভাবেই পানিতে ভাসছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ত্রিপুরা, মিজোরাম ও আসামের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ। বহু গ্রাম প্লাবিত। ধসে যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেনা ও আধা সেনা জওয়ানদের তলব করা হয়েছে। ত্রিপুরায় বর্ষার শুরুতেই অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ ত্রিপুরা ও ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। বেশির ভাগ নদীই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। গতকাল বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আগরতলায় সাংবাদিকদের জানান, রাজ্য সরকার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণের জন্য ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তলব করেছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানেরা নেমে পড়েছেন উদ্ধারকাজে। রাজ্যের প্রায় ২০০টি ত্রাণশিবিরে ১৫ হাজার পরিবারের ৬ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। মিজোরাম সরকারের বিবৃতি থেকে জানা যায়, প্রবল বর্ষণে রাজ্যটির অবস্থাও ভয়াবহ। ধসে বহু গ্রাম যোগযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইম্ফলে রাজ্যের একমাত্র বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মা...