Posts

ত্রিপুরা, মিজোরাম ও আসামের বহু গ্রাম প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

Image
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আবির্ভাবেই পানিতে ভাসছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ত্রিপুরা, মিজোরাম ও আসামের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ। বহু গ্রাম প্লাবিত। ধসে যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেনা ও আধা সেনা জওয়ানদের তলব করা হয়েছে। ত্রিপুরায় বর্ষার শুরুতেই অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ ত্রিপুরা ও ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। বেশির ভাগ নদীই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। গতকাল বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আগরতলায় সাংবাদিকদের জানান, রাজ্য সরকার বন্যার্তদের উদ্ধার ও ত্রাণের জন্য ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তলব করেছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানেরা নেমে পড়েছেন উদ্ধারকাজে। রাজ্যের প্রায় ২০০টি ত্রাণশিবিরে ১৫ হাজার পরিবারের ৬ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। মিজোরাম সরকারের বিবৃতি থেকে জানা যায়, প্রবল বর্ষণে রাজ্যটির অবস্থাও ভয়াবহ। ধসে বহু গ্রাম যোগযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইম্ফলে রাজ্যের একমাত্র বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মা...

প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমাল জাপান, বেশি প্রভাব বিয়েতে

Image
প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমিয়ে আনার একটি বিল পাস হয়েছে জাপানে। নতুন বিল অনুযায়ী, ১৮ বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হবে জাপানের ছেলে-মেয়েরা। বলা হচ্ছে, প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিয়েতে। ছবি: রয়টার্স প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমিয়ে আনার একটি বিল পাস হয়েছে জাপানে। দেশটির আইনসভা ডায়েটে এই বিল পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, ১৮ বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হবে জাপানের ছেলে-মেয়েরা। এর আগে প্রাপ্তবয়স্ক হতে হলে ২০ বছর বয়স পূরণ হওয়ার বাধ্যবাধকতা ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিয়েতে। ১৮৭৬ সালের পর এই প্রথম দেশটির আইনে এমন পরিবর্তন করা হলো। বর্তমানে জাপানে ২০ বছর বয়স হলে বাবা-মার অনুমতি ছাড়াই বিয়ে করা যায়। তবে এর আগেও বিয়ে করার বিধান আছে। ১৮ বছর বয়স হলে যে কোনো ছেলে বাবা-মার অনুমতি নিয়ে বিয়ে করতে পারে। মেয়েদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৬ বছর। নতুন আইন হওয়ায় ১৮ বছর বয়স পূর্ণ হলেই যে কোনো ছেলে-মেয়েকে প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হবে। এর ফলে বিয়েতে বাধা হতে পারবেন না বাবা...

পরস্পরের আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প ও কিম

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পরস্পরকে নিজের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুজনই পরস্পরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। এর মাধ্যমে বৈরিতাপূর্ণ কোরীয় উপদ্বীপে রাতারাতি পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে দাবি তাদের। কেসিএনএ তাদের প্রতিবেদনে বলেছে, গত মঙ্গলবার সিঙ্গাপুরে বৈঠকের সময় কিম ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর ট্রাম্প কিমকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই নেতাই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর মাধ্যমে বৈরিতা থেকে বন্ধুত্বের পথে রাতারাতি যাত্রা শুরু করল উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র।  বিশ্ব মঙ্গলবার দেখল, একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, কথার লড়াই, পাল্টাপাল্টি হামলার হুমকি—সবকিছুকে পেছনে ফেলে দুই নেতা সিঙ্গাপুরে পরস্পরের মুখোমুখি হয়েছেন। হাত মিলিয়েছেন। কোনো ধরনের অঘটন ছাড়াই বৈঠক শেষ করে যৌথ বিবৃতি দিয়েছেন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণতান্ত্রিক দেশের নেতা ট্রাম্প গণতন্ত্রহীন দেশের শাসক কিমের সঙ্গে হাত মিলিয়েছেন। দুই দেশের পত...

ভারতের নতুন স্মার্চ রকেটের সফল উৎক্ষেপণ

Image
সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত। আর তারই জের ধরে এবার ৯০ কিলোমিটার দূরের টার্গেতে সফলভাবে আঘাত করেছে ভারতের স্মার্চ গাইডেড মিসাইল কাম মাল্টি ব্যারেল রকেটস। রাজস্থানের পোখরান থেকে ছোঁড়া হয়েছিল এই মিসাইল। ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করেছে। এটি গত বছরও একবার পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালে ব্যর্থ হয়েছিল এই মিসাইল। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই স্মার্চ মিসাইল। এর বিশেষত্ব হলো, উৎক্ষেপণের পরও লক্ষ্যবস্তু নিমেষে পরিবর্তন করে নেওয়ার প্রযুক্তি রয়েছে এর মধ্যে। জানা গেছে, মিসাইলের উৎক্ষেপণের সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকরা। মিসাইলের দু'টি সংস্করণই সফলভাবে পরীক্ষা করা হয়েছে।  প্রসঙ্গত, গত বছর যখন এই মিসাইল উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল তখন কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল ডিআরডিওকে। একটি গ্রামে গিয়ে পড়েছিল এই মিসাইল। যদিও কেউ হতাহত হয়নি ওই ঘটনায়। এরপর কিছু প্রযুক্তিগত পরিবর্তন এনে ফের মিসাইলটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। গত বারের ব্যর্থতার কথা মাথায় রেখেই রাশিয়ার বৈজ্ঞানিকদেরও...

এশিয়ান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নারী ভারতীয় দাবাড়ুর

Image
ভারতের দাবাড়ু নারী গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথান (২৯) আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের হিজাব আইনের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন। তার ফেসবুকের এক পোস্ট থেকে এ তথ্য পাওয়া যায়। জানা যায়, ইরানের আইন অনুযায়ী নারীদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। সৌম্যা ফেসবুকে লেখেছেন, ওই আইন তার ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। অধিকার রক্ষার একমাত্র পথ হচ্ছে ইরানে না যাওয়া। তিনি বলেন, বাংলাদেশে এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়নশিপ হবে বলে ভেবেছিলাম। কিন্তু পরে নতুন তারিখ এবং নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়। ব্যক্তিগত  অধিকার রক্ষায় আমি সরে দাঁড়াচ্ছি। ইরানে আগামী মাসে এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা রয়েছে। সৌম্যা ভারতের নারী দাবাড়ুদের তালিকায় পাঁচ নম্বরে আছেন। ইত্তেফাক/আরকেজি

কিম-ট্রাম্পের করমর্দন ‘শতাব্দীর সেরা বৈঠক’!

Image
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ তাদের বুধবারের সংখ্যায় ট্রাম্প-কিম বৈঠককে পিয়ংইয়ংয়ের জন্য একটি অনেক বড় বিজয় হিসেবে উল্লেখ করেছে।  পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় বৈঠকটিকে ‘শতাব্দীর সেরা বৈঠক’ হিসেবে শিরোনাম করে বলেছে, ট্রাম্পের ঘোষণায় উত্তর কোরিয়ার জন্য বিশেষ ছাড়ের উল্লেখ ছিল। গত মঙ্গলবারের সিঙ্গাপুরের ওই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু নিরস্ত্রীকরণে যথেষ্ট আস্থা অর্জন করতে পারলে কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধের বিষয়ে বিবেচনা করে দেখবেন তিনি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তরের সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠককে অত্যন্ত সফল হিসেবে বিবেচনা করছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে মঙ্গলবারের ঐতিহাসিক বৈঠকে নিজেদের বিজয় হয়েছে মনে করে উচ্ছ্বসিত প্রশংসায় ভেসে গেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খুশির নিদর্শনস্বরূপ ট্রাম্প-কিম, ‘দুই নায়কে’র ছবি একসঙ্গে প্রকাশ করে দেশটির গণমাধ্যম। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার গণমাধ্যমে চিরশত্রু মার্কিন প্রেসিডেন্টের সঙ...

অসুস্থ স্ত্রীর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পুলিশের গাড়ি চুরি!

Image
স্ত্রী গুরুতর অসুস্থ। তার কাছে যেভাবেই হোক তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর তাই দুই পুলিশকে বোকা বানিয়ে পুলিশের গাড়ি চুরি করে গন্তব্যে পৌঁছাল তিরুপতি লিঙ্গরাজু নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সূর্যপেত জেলায়।  ঘটনার দিন হঠাৎ করেই তিরুপতি জানতে পারেন তার স্ত্রী গুরুতর অসুস্থ। একটি শপিং মলের সামনে গাড়িতে দুইজন পুলিশ সদস্য বসে ছিলেন। এরপরই তিরুপতি গাড়িতে থাকা দুই পুলিশকে গিয়ে জানায়, ইন্সপেক্টর তাকে গাড়িটি থানায় নিয়ে যেতে বলেছে। ওই দুই পুলিশ তিরুপতির কথায় বিশ্বাস করে গাড়ি থেকে নেমে আসে। এ সময় গাড়িটি নিয়ে চম্পট দেন তিরুপতি। পরে প্রবীন কুমার নামে এক পুলিস ইন্সপেক্টর ঘটনাস্থলে আসলে নিজেদের ভুল বুঝতে পারে দুই পুলিশ সদস্য। কয়েকঘণ্টা পরে তিরুপতিকে আটক করে সত্যটা জানতে পারে পুলিশ। জানা যায়, তিরুপতি মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধি ৩৭৯ ধারায় মামলা হয়েছে। ইত্তেফাক/ইউবি