এশিয়ান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নারী ভারতীয় দাবাড়ুর

এশিয়ান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নারী ভারতীয় দাবাড়ুর
ভারতের দাবাড়ু নারী গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথান (২৯) আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের হিজাব আইনের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন। তার ফেসবুকের এক পোস্ট থেকে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, ইরানের আইন অনুযায়ী নারীদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। সৌম্যা ফেসবুকে লেখেছেন, ওই আইন তার ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। অধিকার রক্ষার একমাত্র পথ হচ্ছে ইরানে না যাওয়া।

তিনি বলেন, বাংলাদেশে এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়নশিপ হবে বলে ভেবেছিলাম। কিন্তু পরে নতুন তারিখ এবং নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়। ব্যক্তিগত  অধিকার রক্ষায় আমি সরে দাঁড়াচ্ছি।

ইরানে আগামী মাসে এশিয়ান নেশনস কাপ চেস চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা রয়েছে। সৌম্যা ভারতের নারী দাবাড়ুদের তালিকায় পাঁচ নম্বরে আছেন।

ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা