অসুস্থ স্ত্রীর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পুলিশের গাড়ি চুরি!
স্ত্রী গুরুতর অসুস্থ। তার কাছে যেভাবেই হোক তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর তাই দুই পুলিশকে বোকা বানিয়ে পুলিশের গাড়ি চুরি করে গন্তব্যে পৌঁছাল তিরুপতি লিঙ্গরাজু নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সূর্যপেত জেলায়।
ঘটনার দিন হঠাৎ করেই তিরুপতি জানতে পারেন তার স্ত্রী গুরুতর অসুস্থ। একটি শপিং মলের সামনে গাড়িতে দুইজন পুলিশ সদস্য বসে ছিলেন। এরপরই তিরুপতি গাড়িতে থাকা দুই পুলিশকে গিয়ে জানায়, ইন্সপেক্টর তাকে গাড়িটি থানায় নিয়ে যেতে বলেছে। ওই দুই পুলিশ তিরুপতির কথায় বিশ্বাস করে গাড়ি থেকে নেমে আসে। এ সময় গাড়িটি নিয়ে চম্পট দেন তিরুপতি। পরে প্রবীন কুমার নামে এক পুলিস ইন্সপেক্টর ঘটনাস্থলে আসলে নিজেদের ভুল বুঝতে পারে দুই পুলিশ সদস্য। কয়েকঘণ্টা পরে তিরুপতিকে আটক করে সত্যটা জানতে পারে পুলিশ।
জানা যায়, তিরুপতি মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধি ৩৭৯ ধারায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
Comments