ভারতের সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া নতুন রাজনৈতিক দল গড়েছেন
ভারতের একসময়ের নামী ফুটবলার বাইচুং ভুটিয়া রাজনীতিতে প্রবেশ করেছিলেন আগেই। এবার সিকিম রাজ্যে ‘হামরো সিকিম পার্টি’ নামে গড়ে তুলেছেন নতুন রাজনৈতিক দল। গতকাল বৃহস্পতিবার পশ্চিম সিকিমের দারামদিন এলাকায় এক বিশাল সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে বাইচুং ভুটিয়া নিজের নতুন দলের নাম ঘোষণা করেছেন। ১৯৯৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বাইচুং ভুটিয়া ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। জন্ম সিকিম রাজ্যে হলেও তিনি ফুটবল খেলেছেন বেশির ভাগ সময় পশ্চিমবঙ্গে। কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের সঙ্গে খেলেছেন। এই তারকা স্ট্রাইকার ফুটবল থেকে অবসর নিয়ে ফিরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পাশে নিজের রাজ্য সিকিমে। সেখানে তিনি যোগ দিয়েছিলেন ইউনাইটেড সিকিম দলের কোচ হিসেবে। ৪১ বছর বয়সী সাবেক কৃতী ফুটবলার বাইচুং ভুটিয়া নিজের রাজ্য সিকিমকে গড়ার লক্ষ্যে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দলকে চ্যালেঞ্জ জানিয়ে গড়ে তুলেছেন নতুন একটি রাজনৈতিক দল ‘হামরো সিকিম পার্টি’। বাইচুং বলেছেন, ‘সিকিমের যুবকদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করাই হবে এই দলের প্রধান লক্ষ্য। দুর্নীতি, মাদকের প্রভাব থেকে সিকিমের যুবসমাজকে মুক্ত করাই হবে তাঁর দলের প্রথম কাজ। ২০ বছর ধর...