মিত্র দেশগুলোর ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
ইউরোপ ও উত্তর আমেরিকার মিত্রদেশগুলো থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকেই এ শুল্ক কার্যকর হবে।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস। তবে ক্ষুব্ধ হয়ে এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে মেক্সিকো এবং ইইউ। আর ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে যুক্তরাজ্য। -বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments