রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে মার্কিন ‘আধিপত্যের’ বিরুদ্ধে অভিযোগ কিম জং উনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্ভাব্য সফরের আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টা করছে পিয়ং ইয়ং। তার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিনিধির সঙ্গে কিম জং উনের বৈঠক অনুষ্ঠিত হলো উত্তর কোরীয় রাজধানীতে। এই বৈঠকে মার্কিন ‘আধিপত্যবাদের’ বিরুদ্ধে রাশিয়ার কাছে নালিশ করেছেন উত্তর কোরিয়ার নেতা।
তবে পিয়ংইয়ং সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে তার এ নালিশ সম্ভাব্য ট্রাম্প-কিম বৈঠককে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উন বলেন, মার্কিন আধিপত্যবাদের মুখে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আপনার নেতৃত্বে বিশদ ও গভীর আলোচনায় ইচ্ছুক।
২০০৯ সালের পর প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার পিয়ংইয়ং যান সের্গেই ল্যাভরভ। এই সফরে তিনি উত্তর কোরীয় নেতাকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তিতে ছয় জাতির আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়া। দুই কোরিয়ার সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনকেও স্বাগত জানিয়েছেন সের্গেই ল্যাভরভ।
এদিকে ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের সম্ভাব্য সাক্ষাতের আগাম প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন ও পিয়ং ইয়ং। আশা করা হচ্ছে, আগামী মাসেই সিঙ্গাপুরে সাক্ষাত করবেন এ দুই রাষ্ট্র প্রধান।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments