Posts

যুক্তরাষ্ট্র পৌঁছেছেন কিমের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক নিয়ে চলছে জল্পনা। এরইমধ্যে বুধবার নিউ ইয়র্ক পৌঁছেছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও কিমের বিশ্বস্ত উপদেষ্ঠা কিম ইয়ং চোল। গত ১৮ বছরের মধ্যে তিনিই উত্তর কোরিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ নেতা যিনি যুক্তরাষ্ট্রের মাটিতে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।                           কিম জং উনের পাশে কিম ইয়ং চোল (বাঁ থেকে প্রথম) কিম ও ট্রাম্পের ঐতিহাসিক বৈঠককে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিম ইয়ং চোল। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। নানা অভিযোগ এনে গত সপ্তাহে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক বাতিল ঘোষণা করে বিশ্বকে চমকে দেন ট্রাম্প। পরে সুর পাল্টে জানান বৈঠক হতেও পারে। সবকিছু ঠিক থাকলে এবং ট্রাম্প ফের তার অবস্থান না বদলালে প্রথমবারের মতো মুখোমুখি হবেন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই নেতা। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূত্র: গার্ডিয়ান ও বিবিসি...

উত্তর কোরিয়ার পরমাণু বোমা ত্যাগে সময় লাগবে ১৫ বছর!

Image
দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও লক্ষ্য করা গেছে। সর্বশেষ পরমাণু নিরস্ত্রীকরণে দুই কোরিয়ার ঐকমত্যে পৌঁছায়।  তবে উত্তর কোরিয়ার এই পরমাণু নিরস্ত্রীকরণে ১৫ বছর লেগে যেতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের এক শীর্ষ উপদেষ্টা সিগফ্রিড এস হেকার। অন্তত চারবার তিনি পিয়ংইয়ংয়ের গোপন পরমাণু প্লান্টগুলো ঘুরে দেখেছেন। তিনিই একমাত্র মার্কিন অস্ত্রবিজ্ঞানী যিনি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ল্যাব প্রত্যক্ষ করেছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোয় লস আলামোস ওয়েপন্স ল্যাবরেটরির সাবেক পরিচালক এবং বর্তমানে ট্রাম্প সরকারের শীর্ষ উপদেষ্টা হেকার সম্প্রতি এক রিপোর্টে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের বিভিন্ন ধাপ ও টাইমটেবিল উল্লেখ করেছেন। সিগফ্রিড এস হেকার বলেন, যুক্তরাষ্ট্র বড়জোর আশা করতে পারে, কয়েক ধাপে বা পর্যায়ক্রমে শেষ হবে এই নিরস্ত্রীকরণ। তবে ঠিক কি কারণে এত সময় লাগতে পারে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি হেকার। পরমাণু নি...

উ. কোরিয়ার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি বিবেচনা করছে জাপান

Image
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার বিষয়টি বিবেচনা করছে জাপান। আগস্ট মাসে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হতে পারে বলে বুধবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। তবে এ ব্যাপারে জাপানের কর্মকর্তারা নিশ্চিতভাবে কিছু জানাননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মধ্যকার অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকটিকে কেন্দ্র করে এ ধরনের খবর প্রকাশিত হচ্ছে। এক সরকারি সূত্রের বরাত দিয়ে মাইনিচি শিম্বুন পত্রিকা জানায়, আগস্ট মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরাম এর ফাঁকে দুদেশের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকটি হতে পারে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা সংবাদ মাধ্যমের খবরটি সম্পর্কে অবগত আছি। তবে এমন কিছুই এখনও চূড়ান্ত হয়নি।বাসস।  ইত্তেফাক/ জেআর

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

Image
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানিয়ে বলেছে, সফরকালে ল্যাভরভ পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অন্যান্য সমস্যা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র। এর আগে, গত মাসে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ব্যতিক্রমী বৈঠক করেন। এদিকে, বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত ও সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল। এএফপি।

রাজকন্যার নেতৃত্বে ফ্যাশন জগতে সৌদি নারীরা

Image
চমক দেখিয়েই চলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সিংহাসনের উত্তরাধিকারী নিযুক্ত হওয়ার পর তাঁর সংস্কারের হাওয়া লেগেছে দেশটির প্রায় সব দিকে। সেই হাওয়ায় রক্ষণশীল সমাজের দেশটিতে নারীরা নানা ক্ষেত্রে অনেক কিছুতেই প্রথমবারের মতো অধিকার পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ফ্যাশন জগতেও পা রাখলেন সৌদি নারীরা—তাও আবার এক রাজকন্যার নেতৃত্বে! এই সৌদি রাজকন্যা হলেন নওরা বিনতে ফয়সাল আল সৌদ। ৩০ বছর বয়সী রাজকন্যা নওরা গত ডিসেম্বরে আরব ফ্যাশন কাউন্সিলের অনারারি চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর গত মাসে সৌদি আরবে প্রথমবারের মতো ‘আরব ফ্যাশন উইক’ আয়োজন করা হয়। সেই আয়োজনে ভালোভাবেই যুক্ত ছিলেন রাজকন্যা নওরা। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুলআজিজ আল সৌদ রাজকন্যা নওরার প্রপিতামহ (দাদার বাবা)। নওরা জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাপানে ফ্যাশন সম্পর্কে ভালোই ধারণা পান তিনি। সম্ভবত এ কারণে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে সৌদি নারীদের ফ্যাশনের ব্যাটন। আয়োজনের সঙ্গে রাজকন্যা নওরা জড়িত থাকলেও নানা কারণে ‘আরব ফ্যাশন উইক’ শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে দুই ...

অবশেষে বিয়ের পিড়িতে বসছেন রাহুল গান্ধী!

Image
ভারতে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী (৪৭) অবশেষে বিয়ের পিড়িতে বসছেন! দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম ফার্স্টপোস্টকে জানিয়েছেন তার বোন প্রিয়াংকা গান্ধীর জামাই রবার্ট ভদ্র। যদিও অন্য কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কারণ এর আগে রাহুলের সঙ্গে বিয়ের গুজব উঠলেও কনে অদিতি সিং অস্বীকার করেছিলেন। ফার্স্টপোস্ট এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং একটি ভিডিও দিয়েছে রবার্ট ভদ্রের বক্তব্যের। তবে কখন কোথায় বাগদান হয়েছে সেটি তিনি খোলাশা করেন নি। রবার্ট ভদ্র বলেন, এটা নিশ্চিত। বাগদানের খবরটি সত্য। আমার শালা মানে রাহুল গান্ধীর বাগদান সম্পন্ন খুব শিগিগির বিয়েও হয়ে যাবে। তিনি আরো বলেন, অবশ্যই আমি খুশি, পুরা ভারত খুশি। গত ২৫-৩০ বছর ধরে তো ভারত এই বিয়ের জন্য অপেক্ষা করে আছে। আর হওয়ারই কথা এমন বিয়ে তো আর রোজ রোজ হয় না। রাহুলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বিয়ে কর খুশি থাক।’ শুধু তাই নয় মধুচন্দ্রিমার জন্য রবার্ট তার ফার্মহাউসে ঘুরে আসার জন্য রাহুলকে আমন্ত্রণ জানিয়ে রাখেন। জানা গেছে, অদিতি সিংয়ের বাবা ব...

ভারতের নতুন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ

Image
পঙ্কজ শরণ ভারতের নতুন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণকে। এতদিন ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন দেশটির সাবেক রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (র) প্রধান রাজিন্দর খান্না। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন পঙ্কজ শরণ ভারতের অ্যাপোয়েন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট (এসিসি) পঙ্কজ শরণকে আগামী দুই বছরের জন্য দেশটির উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার দেশটির পার্সনেল, পাবলিক গ্রিভেন্স এন্ড পেনশন মন্ত্রণালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।  ২০১৫ সালের নভেম্বর মাসে রাশিয়ার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয় ১৯৮২ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) ক্যাডারের এই কর্মকর্তাকে। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পদে নিযুক্ত ছিলেন শরণ। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এ যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন পঙ্কজ শরণ। এছাড়াও মস্কো, ঢাকা, ওয়াশিংটন ডিসি এবং কায়র...