ভারতের নতুন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ

ভারতের নতুন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ
পঙ্কজ শরণ
ভারতের নতুন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণকে। এতদিন ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন দেশটির সাবেক রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (র) প্রধান রাজিন্দর খান্না। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন পঙ্কজ শরণ
ভারতের অ্যাপোয়েন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট (এসিসি) পঙ্কজ শরণকে আগামী দুই বছরের জন্য দেশটির উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার দেশটির পার্সনেল, পাবলিক গ্রিভেন্স এন্ড পেনশন মন্ত্রণালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। 
২০১৫ সালের নভেম্বর মাসে রাশিয়ার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয় ১৯৮২ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) ক্যাডারের এই কর্মকর্তাকে। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পদে নিযুক্ত ছিলেন শরণ। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এ যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন পঙ্কজ শরণ। এছাড়াও মস্কো, ঢাকা, ওয়াশিংটন ডিসি এবং কায়রো-তে ভারতীয় মিশনে বিভিন্ন গুরুত্বপদে দায়িত্ব সামলেছেন এই কূটনীতিক।

অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের দায়িত্ব সামলাচ্ছেন দেশটির ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-এর সাবেক প্রধান অজিত দোভাল। দোভালের ডেপুটি হিসাবেই দায়িত্ব সামলাবেন পঙ্কজ শরণ। 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা