উ. কোরিয়ার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি বিবেচনা করছে জাপান
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা
উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনার বিষয়টি বিবেচনা করছে জাপান। আগস্ট মাসে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হতে পারে বলে বুধবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। তবে এ ব্যাপারে জাপানের কর্মকর্তারা নিশ্চিতভাবে কিছু জানাননি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মধ্যকার অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকটিকে কেন্দ্র করে এ ধরনের খবর প্রকাশিত হচ্ছে।
এক সরকারি সূত্রের বরাত দিয়ে মাইনিচি শিম্বুন পত্রিকা জানায়, আগস্ট মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরাম এর ফাঁকে দুদেশের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকটি হতে পারে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি।তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা সংবাদ মাধ্যমের খবরটি সম্পর্কে অবগত আছি। তবে এমন কিছুই এখনও চূড়ান্ত হয়নি।বাসস।
ইত্তেফাক/ জেআর
Comments