Posts

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ

Image
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো।  শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে ফিফা ও জেনারেল স্পোর্টস অথরিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেছেন যুবরাজ সালমান ও ফিফা প্রেসিডেন্ট।  ওই বৈঠকে জেনারেল স্পোর্টস অথরিটি চেয়ারম্যান তুর্কি আল-শেখও অংশগ্রহণ করেন। এর আগে গেলো মাসে ২১ তারিখ রিয়াদে একটি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলোর খবর প্রকাশ করে কিছু মিডিয়া। অনেক মিডিয়াই তখন দাবি করে যে তখন সেনা অভ্যুত্থানের ঘটনায় সৌদি যুবরাজ হয়তো নিহত হয়েছেন। যদিও সৌদি মিডিয়া জানায়, ওইদিন এমন কিছুই ঘটেনি। বরং রাজপ্রাসাদের কাছে বিনা অনুমতিতে চালানো একটি ড্রোন ভূপাতিত করে নিরাপত্তা বাহিনী। কিন্তু মূলত এরপর থেকেই যুবরাজ মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা না যাওয়ায় জোর জল্পনা-কল্পনা শুরু হয় যে, তিনি হয়তো সত্যিই মারা গেছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের সদস্য তুর্কি বিন সালমান আল সৌদের মালিকানাধীন আরব নিউজ দাবি করে যে, যুবরাজ মোহাম্মদ এখন মিশর আছেন। এর আগে বুধবার দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজ...

ল্যাটিন আমেরিকা থেকে প্রথম ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে কলম্বিয়া

Image
কলম্বিয়া আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ একথা বলেন। সান্টোশ বলেন, ‘এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি বৈশ্বিক অংশীদারিত্ব। আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে যাচ্ছি। সান্টোশ দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। উল্লেখ্য, কলম্বিয়ার পাশাপাশি, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরাক, জাপান ও কোরিয়া রিপাবলিক (দ. কোরিয়া), মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান ন্যাটো বৈশ্বিক অংশীদার হতে যাচ্ছে।-এএফপি। ইত্তেফাক/মোস্তাফিজ

মহাঅগ্ন্যুত্পাতের পরও বেঁচে ছিল দ. আফ্রিকার মানুষ

Image
আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত বিশেষ এক ধরনের একটি ভোগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। আর আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুত্পাত। বহুদিন পরপর অগ্ন্যুত্পাত সংঘটিত হয়ে থাকে। তবে একটি মহা অগ্নুত্পাত বা সুপার ভলকানো সাধারণ আগ্নেয়গিরি থেকে কয়েক লাখ গুণ বেশি শক্তিশালী। পৃথিবীতে সংঘটিত সব থেকে ভয়াবহ   সুপার ভলকানোর ঘটনা ঘটেছিল ৭৪ হাজার বছর আগে সুমাত্রার একটি দ্বীপে। এটি এতোটাই তীব্র সুপার ভলকানো ছিল যে, এটি তিন টানা তিন বছর জীবিত ছিল। এর গলিত শিলা ও ছাই ছড়িয়ে পড়েছিল কয়েক হাজার মাইল দূর পর্যন্ত আফ্রিকার দক্ষিণ অংশে। ৭৪ হাজার বছর আগে মূলত আফ্রিকাতেই ছিল মানুষের বসবাস। ধীরে ধীরে সেই মানুষরা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। এমন তীব্র সুপার ভলকানোয় সাধারণত নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল মানবজাতির; কিন্তু ঐ ঘটনার পরও টিকে ছিল আফ্রিকার দক্ষিণ অংশের সেই প্রাচীন মানবগোষ্ঠী। ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের ভূতত্ত্ববিদ জেনে স্মিথের মতে, গত ২০ লাখ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সুপ...

কোয়ালার মাছ শিকার!

Image
অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্যপ্রাণীর মধ্যে কোয়ালা অন্যতম। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ অনেকটাই বিলুপ্তপ্রায় মিষ্টি স্বভাবের কোয়ালা। এরা দেখতে অনেকটা ভল্লুকের মতো হলেও এটির বৈশিষ্ট্য ক্যাঙ্গারুর মতো। এটি ক্যাঙ্গারুর মতো তৃণভোজী। বাচ্চা জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে পেটের মধ্যে থাকা বিশেষ থলেতে রাখে মা কোয়ালারা। বেশ আদুরে স্বভাবের কোয়ালাদের ভালোবাসে অস্ট্রেলিয়ানরা। মানুষের ভালোবাসার কারণে কখনো কখনো এরাও মানুষের কাছাকাছি এসে নানা কাণ্ডকারখানা ঘটিয়ে থাকে। এদিন এমনই একটি কোয়ালা বেড়াতে আসা একটি পরিবারের সঙ্গে নেমে পড়েছিল মাছ ধরতে। মূলত ঐ পরিবারের সবাই মিলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল। অনেকক্ষণ ধরে দূর থেকে তাদের সেই মাছ ধরা পর্যবেক্ষণ করছিল কোয়ালাটি। এরপর তারা বড়শি রেখে একটু দূরে যেতেই তাদের মতো বড়শি নিয়ে বসে পড়ে কোয়ালাটি। এমন আদুরে একটি প্রাণীর এমন আদুরে কাণ্ড ঐ পরিবারের সবার বেশ মনে ধরে যায়। তাই কোনরকম বিরক্ত না হয়ে নিজেদের কাছে থাকা মোবাইল ফোনে সেটিকে ক্যামেরাবন্দি করেন তারা।-ইউপিআই। ইত্তেফাক/মোস্তাফিজ

সুন্দরী বিধায়কের 'উষ্ণ' ছবি ইন্টারনেটে ভাইরাল (ছবিসহ)প্রকাশ : ২৭ মে, ২০১৬ ১২:২৫

Image
ভারতের রাজনীতির ময়দান এখন সরগরম নবনির্বাচিত সুন্দরী বিধায়ক অভিনেত্রী আঙ্গুরলতাকে নিয়ে। এমন একজন বিধায়ক অধিবেশনকেও ফুরফুরে মেজাজে রাখবেন বলে মন্তব্য করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমতো হইচই চলছে তাকে নিয়ে। কে কার চেয়ে সুন্দর ছবি পোস্ট করতে পারেন তাই নিয়ে চলছে প্রতিযোগিতা। সবাই তার রাজনীতি নিয়ে কথা না বলে মেতেছেন রূপের প্রশংসায়। সম্প্রতি আসামের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আঙুরলতা ডেকা। সুন্দরী এই নারীকে নিয়ে মাতোয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যম। এর আগেও ঢের ঢের অভিনেতা-অভিনেত্রী এসেছেন ভারতের রাজনীতিতে। তবে অনেকে বলছেন, রাজনীতির ময়দানে অন্য সব সুন্দরী নারীকে ছাপিয়ে যাবেন আঙ্গুরলতা। আসামের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী আঙুরলতা বাতাডোবা বিধানসভার আসন থেকে নির্বাচিত হয়েছেন। আসামে বিধানসভা নির্বাচনের প্রচারের মঞ্চে মোদির পাশে আঙুরলতার ছবি তাকে আলোচনার শীর্ষে এনে দিয়েছে। এমন আলোচনায় খুশি আঙুরলতা। তার বিশ্বাস, রাজনীতির আঙিনায় তার ভক্তের অভাব হবে না। তবে তিনি সাধারণ মানুষের পাশেই থাকতে চান। এদিকে আঙ্গুরলতাকে ভারতের সবচেয়ে 'হট...

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিল করে দেওয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই বৈঠক নাকচ করা হলেও এখনও ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত পিয়ংইয়ং। এর আগে, বৃহস্পতিবার বৈঠকটি বালিত করে কিমকে একটি চিঠি পাঠান ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে বৈঠক বাতিলের কারণ হিসেবে বলা হয়, আপনার (কিম জং উন) সাম্প্রতিক বিবৃতিতে জঘন্য ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা প্রকাশ পাওয়ায় আমি (ট্রাম্প) অনুমান করছি দীর্ঘ প্রত্যাশিত এ বৈঠকটি সঠিক হবে না। ওই চিঠির পর এক প্রতিক্রিয়ায় উত্তরের কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি-গুয়ান মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান দূরত্ব কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত পিয়ংইয়ং। উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয়া ‘পুঙ্গেরি’ পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার কয়েক ঘণ্টা ব্যবধানে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈ...

গোলান মালভূমি বিষয়ে মার্কিন স্বীকৃতি পাওয়ার চেষ্টায় ইসরায়েল!

Image
সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির অংশকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে তেল আবিব এবার মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে। অধিকৃত বায়তুল মুকাদ্দাসে আমেরিকা তার দূতাবাস স্থানান্তর করার পর ইসরায়েল আসকারা পেয়ে গোলান মালভূমি বিষয়ে ওয়াশিংটনের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। খবর রেডিও তেহরানের বুধবার রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী কাট্জ বলেছেন, গোলান মালভূমির ইস্যুটি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এজেন্ডার প্রথমে রয়েছে। তিনি তার ভাষায় দাবি করেন, যে আমেরিকা অধিকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে তা হবে ইরানের জন্য একটি সতর্কবার্তা।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী তৎপরতায় এ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করবে বলেও গোয়েন্দামন্ত্রী দাবি করেন।    সিরিয়ার বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীকে ইরান সামরিক পরামর্শ দেয়ায় ইসরায়েল তেহরানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ অবৈধ ইসরাইল এবং এর মিত্রদেশগুলো এসব সন্ত্রাসীকে আর্থিক এবং সামরিক সহায়তা দিয়ে মদদ দিয়েছে। কাট্জ আর...