Posts

পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরে মোদি

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার সকালে রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন।সফরকালে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোচিনে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন। বার্তা সংস্থা জানায়, দুই নেতা বিদ্যমান দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সভায় দু’নেতার মধ্যে দু’দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার ‘অনানুষ্ঠানিক আলোচনা’ একটি ‘ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়’ বলে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে। ইত্তেফাক/কেকে

পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলে বিজেপির উত্থান, শঙ্কিত তৃণমূল

Image
পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেশির ভাগ আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও হাতছাড়া হয়েছে জঙ্গল মহল। এটাই এখন তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গল মহলে বিজেপির উত্থানে শঙ্কিত দলটি। নির্বাচনে এত বুথ দখল, ব্যালট পেপার ছিনতাই, ভয় দেখিয়ে ভোট ছিনিয়ে নেওয়া, জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভরা, নির্বাচনে সন্ত্রাস করা—এমন অনেক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরপরও কেন বিজেপি এই জঙ্গল মহলে এত আসন পেল? তবে কি জঙ্গল মহলে আবার মাওবাদীদের তৎপরতা শুরু হয়েছে? মাওবাদীরা কি আদিবাসী সমন্বয় মঞ্চের মূল কারিগর? তারা কি নিয়ন্ত্রণ করছে আদিবাসী সমন্বয় মঞ্চ? নানা প্রশ্নে জেরবার তৃণমূল। এবারের পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ আসনে জয়ী হয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এক নতুন ইতিহাস গড়েছে। দ্বিতীয় ইতিহাস গড়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জিতে। তৃণমূল রাজ্যের ২০টি জেলার অধিকাংশ এলাকায় জয়ের ঝান্ডা তুলেছে। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে জঙ্গল মহল। পশ্চিমবঙ্গের জঙ্গল মহলে বিরোধী দল বিজেপি ও স্থানীয় আদিবাসীদের দল ভালো ফল করেছে। এই ফলাফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শাসক দলের মধ্যে। কারণ, এই জঙ্গল মহল মাওবাদীদের এলাকা হ...

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস

Image
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।আগামী ২২ মে থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরবেন তিনি।প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা।মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর।ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি।এফডিসি ও এর আশে পাশে টানা তিন দিন শুটিং করবেন অপু।  শুটিংয়ে ফেরা নিয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি।এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য।এই লটে আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকিং অংশের শুটিং করব।এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসছি।এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব।ঈদের পর আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু করব।এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।তবে খুব বেশি সিনেমায় কাজ করব না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’ উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।দীর্...

ফের হাফিজ সাঈদকে নিরাপত্তা দিল পাকিস্তান

Image
ফাইল ছবি জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের জন্য ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার মুম্বই হামলার মাস্টারমাইন্ডের জন্যে এই বিশেষ নির্দেশ দিয়েছে।  যদিও কয়েকমাস আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে হাফিজের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে রবিবার এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘হাফিজ সাঈদের ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে। সেই কারণেই পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে ফের হাফিজের নিরাপত্তায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।’ আর এই নির্দেশের পরেই আন্তর্জাতিক মহলের প্রশ্ন, যেভাবে এক জঙ্গিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তাতে কি জঙ্গি কার্যকলাপে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম ১০০ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানে একেবারে আরামেই আছেন এই জঙ্গি নেতা। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

মঙ্গলে ‘অদ্ভুত’ সেই গর্তের ছবি প্রকাশ

Image
সংগৃহীত ছবি সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই।  আর মঙ্গলগ্রহ মানেই একটা রহস্যজনক ব্যাপার। যেখানে প্রতি মুহূর্তে রহস্য উন্মোচনের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। এ বছরের মার্চের মাঝামাঝি মঙ্গলে ‘অদ্ভুত’ এক বিশালাকার গর্ত বা ক্রেটারের সন্ধান পেয়েছে নাসার মার্স অরবিটার। সেই ছবিই সম্প্রতি শেয়ার করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম। এ ব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন, আর চার-পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০'র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই। জানা গেছে, গর্তের ভিতর আবার বালিয়াড়ি রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি বার্খান বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে মঙ্গলে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব। উল্লেখ্য, এ বছরের শুরুর দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে। বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৮/ ওয়াসিফ

ইরানে হিজাব বিরোধী সেই আন্দোলনকারী কেমন আছেন?

Image
হিজাব বিরোধী আন্দোলনকারী মাসিহ আলিনেজাদ পাঁচ বছর আগে ইরানে মাসিহ আলিনেজাদ নামে এক নারী দেশটিতে অভিনব এক আন্দোলন শুরু করেন। দেশটিতে বাধ্যতামূলকভাবে হিজাব বা মাথা ঢাকার স্কার্ফ ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেন তিনি। সেই আন্দোলনে যোগ দেয় কয়েক হাজার নারী। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পরে এবং রাস্তায় অভূতপূর্ব বিক্ষোভ হয়। কিন্তু এই বিক্ষোভ আন্দোলনের পাঁচ বছর হতে চলেছে, যে লক্ষ্য নিয়ে এটা শুরু হয়েছে তার কাছাকাছি কতটা পৌছাতে পেরেছে? শুরুটা হয়েছিল একদম নিরীহ একটা ঘটনাকে কেন্দ্র করে। একজন নারী ইরানের পাহাড়ি পথে গাড়ী চালাচ্ছেন, আর তার খোলা চুলে বাতাস খেলা করছে। নিজের এমন একটি ছবি মাসিহ আলিনেজাদ সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন। তার কাছে এটা ছিল সাধারণ একটা স্বাধীনতা ভোগ করার মত একটা ঘটনা। এরপর তিনি অন্য নারীদের আহ্বান জানান তারাও যেন তাদের গোপন স্বাধীনতার মুহূর্ত শেয়ার করে। ফলস্বরুপর সারাদেশ থেকে অসংখ্য নারী তাদের ছবি পোষ্ট করতে থাকেন যেগুলোর বেশিরভাগই দেখা যায় মাথায় হিজাব নেই। এখান থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়াতে বাধ্যতামূলক মাথা ঢাকার স্কার্ফ ব্যবহারের বি...

ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশে নারীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত

Image
ভারতের ত্রিপুরা রাজ্যে পুলিশে নারীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নয়া রাজ্য সরকার। বিজেপি ত্রিপুরায় সরকার গঠনের ৭৫ দিনের মধ্যে গতকাল শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা সরকারের আশা, পুলিশে নারী সদস্য বেশি নিয়োগের মাধ্যমে নারী নির্যাতন কমবে। আজ রোববার মুঠোফোনে রাজ্যের আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রথম আলোকে বলেন, এই সংরক্ষণের ফলে নারীদের ওপর আক্রমণ অনেকটাই কমবে। সেই সঙ্গে অপরাধীদের শাস্তি দিতেও সুবিধা হবে। তিনি জানান, প্রয়োজনে রাজ্য সরকার আরও বেশি পদ নারীদের জন্য কোটা সংরক্ষণ করবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার পুলিশ-প্রধান অখিল কুমার শুক্লা। আজ প্রথম আলোকে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীতে নারীদের জন্য কোটা সংরক্ষণ খুব জরুরি ছিল। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে।’ ৩৭ লাখ মানুষের বাসভূমি ত্রিপুরায় ২৬ হাজার পুলিশ কর্মী রয়েছেন। এর মধ্যে পুলিশে নারী সদস্যদের সংখ্যা মাত্র ১ হাজার ২০০। নতুন নিয়োগ নীতি অনুযায়ী আরও ১ হাজার ৪০০ নারী কর্মী প্রয়োজন হবে। সাবেক পুলিশ আধিকারিক জয়দেব দাসের মতে, নারীদের জন্য কোটা সংরক্ষণ তাঁ...