মঙ্গলে ‘অদ্ভুত’ সেই গর্তের ছবি প্রকাশ

মঙ্গলে ‘অদ্ভুত’ সেই গর্তের ছবি প্রকাশ
সংগৃহীত ছবি
সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই।  আর মঙ্গলগ্রহ মানেই একটা রহস্যজনক ব্যাপার। যেখানে প্রতি মুহূর্তে রহস্য উন্মোচনের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। এ বছরের মার্চের মাঝামাঝি মঙ্গলে ‘অদ্ভুত’ এক বিশালাকার গর্ত বা ক্রেটারের সন্ধান পেয়েছে নাসার মার্স অরবিটার। সেই ছবিই সম্প্রতি শেয়ার করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম।
এ ব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন, আর চার-পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০'র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই।
জানা গেছে, গর্তের ভিতর আবার বালিয়াড়ি রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি বার্খান বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে মঙ্গলে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব।
উল্লেখ্য, এ বছরের শুরুর দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৮/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা