Posts

কলকাতায় সপ্তাশ্চর্যের ছোঁয়া

Image
কলকাতাবাসী বিশ্বের সপ্তাশ্চর্য দেখে চোখ জুড়াচ্ছ, মন ভরাচ্ছে। ভাবছেন কীভাবে? প্রশ্নটা যৌক্তিক। কারণ, সপ্তাশ্চর্য তো বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে। রহস্যটা বলছি, আসল সপ্তাশ্চর্যের আদলে ঐতিহ্যবাহী কলকাতা শহরে গড়া হয়েছে সপ্তাশ্চর্য। এটা দেখেই কলকাতাবাসী সপ্তাশ্চর্য দেখার সাধ মেটাচ্ছে। নিউটাউন কলকাতার রাজারহাটের নতুন শহর। নিউটাউনের একটি লেক ধরে ৪৮০ বর্গ একর জমিজুড়ে গড়ে উঠেছে প্রাকৃতিক তীর্থ বা প্রাকৃতিক পার্ক। ইংরেজিতে বলা হচ্ছে ‘ইকোপার্ক’। এই পার্কেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্ব সপ্তাশ্চর্য। পার্কটির উদ্বোধন হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর। এটি নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের হাউজিং ইনফ্রাস্ট্রাকচারার ডেভেলপমেন্ট করপোরেশন বা হিডকো। হিডকোর দাবি, এটিই এখন ভারতের বড় পার্ক। পার্কে রয়েছে ১০৪ বর্গ একরের লেক। একটি দ্বীপও আছে লেকে। পার্কটি অপূর্ব সুন্দর। শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য এই পার্কে রয়েছে চিত্তবিনোদনের নানা ব্যবস্থা। আর এই ইকোপার্কের এক পাশে তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্য। চীনের প্রাচীর থেকে মিসরের পিরামিড, আগ্রার তাজমহল থেকে জর্ডনের পেত্রা নগরী—সবই আছে এখানে। ইকোপার্কে...

কিম জং উন সম্মানিত মানুষ: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি মনে করি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সত্যিকারে একজন খোলা মনের মানুষ এবং সম্মানিত। শিগগিরই আমরা বৈঠকে বসতে যাচ্ছি। তিনি বলেন, উত্তর কোরিয়ানরা বৈঠকের জন্য চাপ দিচ্ছে। তারা বলছেন, যতো দ্রুত সম্ভব আমাদের দুজনকে বৈঠক করতে। আমরাও সেই বিষয়ে ভালভাবেই এগুচ্ছি।  ট্রাম্প আরো বলেন, উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত হতে হবে।-সিএনএন। ইত্তেফাক/মোস্তাফিজ

ক্রিমিয়ায় সামরিক নজরদারির প্রস্তাব নাকচ করল রাশিয়া

Image
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া রাশিয়ার অংশ। সেখানে সৈন্য সমাবেশ ও সামরিক সরঞ্জামাদি রাখার অধিকার দেশটির রয়েছে। ইউক্রেনের ওপর চোখ রাখার অংশ হিসেবে পুরো উপদ্বীপের ওপর নজরদারির যে কোনো প্রস্তাবকে রাশিয়া বৃথা উস্কানি মনে করে। খবর তাস’র। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রিপাবলিক অব ক্রিমিয়া ও সেভাসস্তোপোল রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে আর কোনো কথা থাকতে পারে না।’  মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিয়েনা চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে রাশিয়া ক্রিমিয়ায় পরিদর্শক, পর্যবেক্ষক ও মূল্যায়নকারী দলকে গ্রহণ করতে রাজি আছে।’  রাশিয়া ভিয়েনা প্রস্তাব অনুযায়ী আস্থা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলে সেখানে নজরদারির প্রস্তাব রাখলে মস্কো এ কথা বলেছে। বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র এই ড্রোন সাবমেরিন!

Image
সংগৃহীত ছবি পুজেইদন বা স্ট্যাটাস-৬। এটি রাশিয়ার মানুষবিহীন একটি পারমাণুবাহী ড্রোন সাবমেরিন। এই ড্রোন সাবমেরিনকে 'পুতিনস ডুমসডে মেশিন' নামেও ডাকা হয়। যার বাংলা করলে দাঁড়ায়- পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র। এই ড্রোন সাবমেরিন ব্যবহারের ফলে সমুদ্রে ৩০০ ফুট উঁচু সুনামি তৈরি হবে। ফলে সমুদ্র উপকূলবর্তী শহরগুলো মুহূর্তেই পানিতে ডুবে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস তৈরি করে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে বলেই এটিকে এই নাম দেয়া হয়েছে। গত মাসে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে পুতিন নিজেই এই সাবমেরিন নির্মাণের কথা স্বীকার করেছেন। বিশেষজ্ঞরা জানান, পানির নিচে ৫০ মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৩২০ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে এই যন্ত্রটি।পুতিনের এই সাবমেরিন ছয় হাজার ২০০ মাইলে দূরে পর্যন্ত হামলা চালাতে পারবে। এর গতি ঘণ্টায় ৫৬ নটিক্যাল মাইল। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ডুবোজাহাজ যুক্তরাষ্ট্রে হামলা চালাতেও সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। পদার্থবিদ ও পারমাণবিক অস্ত্র গবেষক রেক্স রিচার্ডসন বলেন, এটি ২০-৫০ মেগাটনের যে পারমাণবিক অস্ত্র বহন করতে...

মোদিকে হত্যার 'ছক', তামিলনাড়ুতে আটক ১

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার 'হুমকি' দেয়ায় তামিলনাড়ু থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মহম্মদ রফিক (৫৩) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ নামে এক ট্রাক কনট্রাক্টরের সাথে ফোনালাপের সময় তিনি মোদিকে হত্যার হুমকি দেন। ফোনালাপের অডিও ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। রফিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা) এবং ৫০৬(২) (অপরাধমূলক ভয়) ধারায় মামলা করা হয়েছে। রফিককে ৭ মে পর্যন্ত জুডিশিয়াল রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। রফিকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মামলা রয়েছে। যার মধ্যে অন্যতম ১৯৯৮ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটোর সিরিয়াল বিস্ফোরণের মামলা। ওই বিস্ফোরণে ৫৮ জন নিহত হয়েছিল। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারের সাজা ভোগ করেন রফিক। ২০০৭ সালে কারা মুক্ত হলেও পুলিশও তার ওপর সর্বদা নজরদারি চালাতো। ৮ মিনিটের টেলিফোনিক অডিও ক্লিপে শোনা যায়, ট্রাক কনট্রাক্টর প্রকাশের সাথে কথোপকথনকালে মোদিকে হত্যার হুমকি দেন রফিক। তাকে বলতে শোনা যায়, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৯৮ সালে ...

অস্ট্রেলিয়ায় তিন বছরের শিশুকে কিভাবে বাঁচালো বধির কুকুর?ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

Image
অস্ট্রেলিয়ার এক জঙ্গলে হারিয়ে যাওয়া তিন বছর বয়সী এক মেয়ে শিশুর সাথে সারারাত ছিল ম্যাক্স নামের এক কুকুর। কুইন্সল্যান্ড থেকে শুক্রবার নিখোঁজ হয়ে যায় আরোরা নামের এক শিশু। তার বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পরপরই জরুরী সাহায্য সংস্থা তাকে খুঁজতে বের হয়, শুরু হয় ব্যাপক উদ্ধার তৎপরতা। কিন্তু তার আগেই শিশুটিকে খুঁজতে বের হয় ১৭ বছর বয়সী কুকুর ম্যাক্স। শিশুটির পরিবারের সঙ্গেই থাকতো ম্যাক্স, যে কানে শোনে না এবং চোখেও ভালোভাবে দেখতে পায় না। নিখোঁজ হবার প্রায় ১৬ ঘন্টা পর শনিবার সকালে যখন শিশুটিকে জঙ্গলে পাহাড়ের ধারে খুঁজে পাওয়া গেল তখন তার সাথে ছিল ম্যাক্স। শিশু অরোরার দাদি লেইসা ম্যারি বেনেট বলছিলেন, তিনি তার নাতনির শব্দ দূর থেকে শুনেছিলেন। যে জায়গায় তাকে পাওয়া গেছে তা তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে। আমি যখন অরোরাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর উঠলাম, কুকুরটাও আমার কাছে আসলো এবং আমাকে টেনে আমার নাতনির কাছে নিয়ে গেল- অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন তিনি। শিশুটির পরিবার বলছে যে, তিন বছর বয়সী অরোরাকে খুঁজে বের করে তাকে সাবধানে আগলে রেখেছিল ম্যাক্স। আশ্রয় শুধু ছোটখাট কিছু আঁচড়ের দাগ আছে তার ...

মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে বিদেশিদের জন্য বিধিনিষেধ শিথিল

Image
অপূর্ব মিজোরাম। ছবি: ডিআইপিআর বাংলাদেশিদের জন্য সুখবর। প্রতিবেশী ভারতের নাগাল্যান্ড, মিজোরাম বা মণিপুর বেড়ানোর সুযোগ চলে এল হাতের মুঠোয়। এই তিন রাজ্যে বেড়ানোর দরজা খুলে দিল ভারত সরকার। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ছাড়াও সিকিম ও অরুণাচল প্রদেশে বিদেশিদের যাতায়াতের ওপর প্রচুর বিধিনিষেধ ছিল। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় দশকের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নিল তিনটি রাজ্য থেকে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সিকিম ও অরুণাচল প্রদেশে বিদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ভিসা নিয়ে ভারতে এলেও বিদেশি কূটনীতিকেরাও এত দিন ভারতের সব রাজ্যে ভ্রমণের সুবিধা পেতেন না। ফলে পর্যটন মার খাচ্ছিল এত দিন। এবার পর্যটন বিকাশের স্বার্থে বিদেশিদের জন্য শিথিল করা হলো উত্তর-পূর্বাঞ্চলে বেড়ানোর বিধিনিষেধ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চীন, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকেরা এই সুবিধা পাবেন না। তাঁদের বিশেষ অনুমতি নিয়েই আসতে হবে। বিদেশিদের জন্য এত দিন নিষেধাজ্ঞা থাকলেও ভুটানের নাগরিকেরা কিন্তু এই সুবিধা আগে থেকেই পেয়ে আসছ...