ক্রিমিয়ায় সামরিক নজরদারির প্রস্তাব নাকচ করল রাশিয়া

ক্রিমিয়ায় সামরিক নজরদারির প্রস্তাব নাকচ করল রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া রাশিয়ার অংশ। সেখানে সৈন্য সমাবেশ ও সামরিক সরঞ্জামাদি রাখার অধিকার দেশটির রয়েছে। ইউক্রেনের ওপর চোখ রাখার অংশ হিসেবে পুরো উপদ্বীপের ওপর নজরদারির যে কোনো প্রস্তাবকে রাশিয়া বৃথা উস্কানি মনে করে। খবর তাস’র।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রিপাবলিক অব ক্রিমিয়া ও সেভাসস্তোপোল রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে আর কোনো কথা থাকতে পারে না।’ 
মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিয়েনা চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে রাশিয়া ক্রিমিয়ায় পরিদর্শক, পর্যবেক্ষক ও মূল্যায়নকারী দলকে গ্রহণ করতে রাজি আছে।’ 
রাশিয়া ভিয়েনা প্রস্তাব অনুযায়ী আস্থা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলে সেখানে নজরদারির প্রস্তাব রাখলে মস্কো এ কথা বলেছে।
বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা