দোমা ছাড়তে চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা
সিরিয়ায় সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব গৌতার সর্বশেষ শহর দোমা থেকে গুরুতর আহত ব্যক্তিদের সরিয়ে নিতে একটি চুক্তি হয়েছে। আহত ব্যক্তিদের সেখান থেকে ইদলিবে নেওয়া হবে। যদিও এই অঞ্চল এখনো বিদ্রোহীদের দখলে। বিবিসি অনলাইনের প্রতিবেদনের জানানো হয়, গতকাল শনিবার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল-ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সিরীয় সরকারের মিত্র রাশিয়ার সেনাবাহিনীর একটি সমঝোতা চুক্তি হয়েছে। দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সর্বশেষ এ ঘাঁটির পুনর্নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী গত ১৮ ফেব্রুয়ারি পূর্ব গৌতায় অভিযান শুরু করে। ২০১৩ সাল থেকে পূর্ব গৌতা এলাকাটি বাশার আল-আসাদবিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘ইদলিবে যেতে ইচ্ছুক কয়েক শ’ বেসামরিক লোককে সেখানে যাওয়ার সুযোগ করে দিতে একটি আংশিক চুক্তি হয়েছে।’ সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘একটি সম্পূর্ণ চুক্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে।’ বিমান হামলায় বিধ্বস্ত দোমা শহর। ৫ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স পূর্ব গৌতার সবচেয়ে জনবহুল শহর দোমা...