শ্রীদেবীর মৃত্যু নিয়ে জট, জেরার মুখে বনি
• শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল। • সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। • ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে সপরিবারে দুবাই যান শ্রীদেবী। শ্রীদেবীর মৃত্যুর ‘রহস্য’ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত দল। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেল কর্মীকে। আজ মঙ্গলবার দুবাইয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। দুবাই পুলিশ সূত্র জানায়, আজ জিজ্ঞাসাবাদ শেষে শ্রীদেবীর মরদেহ ছাড়া হবে। একটি সূত্র জানায়, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমাদের কিছু প্রশ্ন জেগেছে। আমরা মনে করছি, বিষয়টি আবার পুনঃ তদন্ত করা প্রয়োজন।’ ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়ে ছিলেন। ছিলেন জুমেইরাহ ইমিরেটস হোটেলে। স্ত্রীকে চমকে দিতে বনি গত শনিবার বিকেলে দুবাই ফিরে যান। পরে স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য প্রস্তুত হতে যান তিনি। বেশ কিছ...