Posts

মালদ্বীপে রাজনৈতিক সংকটে ভারতের উদ্বেগ

Image
মালদ্বীপে সৃষ্ট রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটিতে চলমান পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে মালদ্বীপ সরকারের পক্ষে সেদেশে জরুরী অবস্থা ঘোষণা করাটা খুবই বিরক্তের এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আটক করাটা খুবই উদ্বেগের বিষয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মত আদেশ-কে অগ্রাহ্য করার ঘোষণা দেওয়ার পরই মালদ্বীপে জরুরী অবস্থা ঘোষণা করা এবং মালদ্বীপের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ভঙ্গের ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন’।  বিবৃতিতে আরও বলা হয় ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারের ঘটনাটিও উদ্বেগের’।  মালদ্বীপ সফরে ভারতীয় নাগরিকদেরও সতর্ক করে বলা হয়েছে তারা যেন অপ্রয়োজনে মালদ্বীপের রাজধানী মালে বা অন্য শহরগুলিতে না বের হন। উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারী দেশটির সুপ্রিম কোর্ট বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। সেই সাথে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ’এর বিরুদ্ধে ২০১৫ সালের বিচ...

'লেবাননের তেল স্থাপনার ক্ষতি হলে ইসরায়েলকে পাল্টা জবাব'

Image
লেবাননের তেল স্থাপনার ক্ষতি করা হলে ইসরায়েলের সব তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র এক ভিডিওতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। ওই ভিডিওতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির একাংশও তুলে ধরা হয়েছে। সেখানে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর একটি বক্তব্য রয়েছে।  ভিডিওতে হাসান নাসরুল্লাহ বলছেন, যারাই আমাদের পানি সীমার তেল স্থাপনায় আঘাত হানবে পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের স্থাপনাগুলোতেও আঘাত হানা হবে। লেবাননের যে এই ক্ষমতা রয়েছে তা ইসরায়েলিরা ভালো করেই জানে। ভূমধ্যসাগরে লেবাননের একটি গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল উসকানিমূলক বক্তব্য দেয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে ভিডিও বার্তা দেয়া হলো।  গত বছর ভূমধ্যসাগরে লেবানন তার ১০টি গ্যাসব্লকের দু'টির উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে। ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী সা'দ হারিরি'র সরকার তিনটি আন্তর্জাতিক কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে ব্লক-৪ ও ব্লক-৯ উন্নয়নের দায়িত্ব দেয়। লেবাননের এ পদক্ষেপের বিরুদ্ধে গত সপ্তাহে ইসরায়েল উসকানিমূল...

'সিরিয়ায় আমেরিকার কাজটা কী?'

Image
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর আমরিকা এখন উত্তর সিরিয়ায় ইরান, রাশিয়া ও তুরস্কের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমেরিকা সেখানে দামেস্ক-বিরোধী কুর্দি গেরিলাদের মদদ দিচ্ছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্ট বা একেপি'র সদস্যদের উদ্দেশে এরদোগান এসব কথা বলেছেন। তিনি বলেন, 'আমেরিকা যদি বলে দায়েশ বিরোধী লড়াইয়ে আমরা পাঁচ হাজার ট্রাক এবং দুই হাজার কার্গো বিমানে করে অস্ত্র পাঠাচ্ছি তাও আমরা এটা বিশ্বাস করব না।  এরদোগান বলেন, সিরিয়ায় এখন ইরান, রাশিয়া ও তুরস্ককে নিয়ে আমেরিকার আলাদা হিসাব আছে। সিরিয়ার মানবিজ শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকার দু'হাজার সেনা মোতায়েন করা রয়েছে এবং তারা সিরিয়ার কুর্দি গেরিলা পিপল'স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সমর্থন দিচ্ছে। ওয়াইপিজি-কে তুরস্ক নিজের শত্রু  হিসেবে বিবেচনা করে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে এসব গেরিলার বিরুদ্ধে গত ২০ জানুয়ারি থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে। মানবিজে মার্কিন সেনা উপস্থিতি সম্পর্...

বিশ্বের সবচাইতে শক্তিশালী রকেটের যাত্রা শুরু

Image
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যখন সেটির উৎক্ষেপণ হচ্ছিল তখন শোনা যাচ্ছিল উচ্ছ্বসিত দর্শকদের হর্ষধ্বনি। একজন ব্যবসায়ীর খেয়ালি পরীক্ষা বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ বলে এই রকেট প্রকল্প নিয়ে নানা রকম আশঙ্কা ছিল। কিন্তু সফল ভাবেই ব্যাপক বেগের সাথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ে গেছে এটি। এখনকার দিনে বিশ্বের সবচেয়ে সফল ও মেধাবী উদ্যোক্তাদের একজন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের পরীক্ষামূলক এই রকেটটি বর্তমান যেকোনো মডেলের থেকে দ্বিগুণ ভার বহন করতে পারে। এই রকেট ৬৪ টন ওজনের বস্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেয়ার ক্ষমতা রাখে। যা লন্ডনের রাস্তায় চলা ৫টি দোতলা বাসের সমান। তবে পরীক্ষামূলক এই মিশনে রকেটটিতে ইলন মাস্ক তুলে দিয়েছেন নিজের ব্যবহৃত একটি পুরনো স্পোর্টস কার। তার ভেতরে বসিয়ে দেয়া হয় একটি ম্যানিকিন। আর ভেতরে বাজছিল ডেভিড বাউয়ির গান। কিন্তু এত জাঁকজমকের সাথে যাত্রা শুরু করা রকেটটির এই মিশনের কোন গন্তব্য নেই। এটিকে নিয়ে মুল উত্তেজনা হলো মহাকাশ যাত্রায় তা নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। রকেটটি যেমন শক্তিশালী তেমনি এর খরচও কমিয়...

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

Image
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড এক নোটিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র (তত্ত্বীয়) পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং ১৩ মে ইসলাম শিক্ষা ২য় পত্র পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।   পরীক্ষার সময়সূচি পেতে  ক্লিক  করুন। বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

মহাকাশে মারা গেলে মৃতদেহের কি হবে?

Image
প্রতীকী ছবি মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকেই মৃত্যুর গ্রহণ করতে হবে। তবে মৃত্যুর পর আমাদের মৃতদেহ পচে-গলে যায় এটা আমরা সবাই জানি, কিন্তু মহাকাশে মৃতদেহের কি হয় তা কি আমরা জানি? কারণ মহাকাশে অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান। অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত, অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্যে অবস্থান করে। তাত্ত্বিকভাবে, এতে কৃষ্ণবস্তু এবং কৃষ্ণশক্তি বিদ্যমান। মহাশূন্য এমন অনেক কিছু আছে যা মানুষ এখনও কল্পনা করতে পারেনি। তাই পৃথিবীর মত মহাকাশে মৃতদেহ পচে না। তবে কি হয়? মহাকাশে লাশটা পচার সুযোগ পাবেনা। কারণ রেডিয়েশন ও বায়ুশূন্যতায় শরীরের যত ব্যাকটেরিয়া আছে, ওগুলো মারা যাবে বা শীতনিদ্রায় চলে যাবে। লাশটা যদি পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হবে। অনেকটা ইতালির পম্পেইতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হওয়া নগরীতে যেমন লাশ উদ্ধার হয়েছিল তেমন। আবার যদি লাশটা পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাইরের দিকে থাকে, যেখানে তাপমাত্রা শূন্যের নীচে, লাশটা জমে শক্ত হয়ে যাবে। যেহে...

রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Image
বিএনপি চেয়ারাপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেল থেকে বিজিবি সদস্যরা পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন। তারা মহানগরীজুড়ে টহলের পাশাপাশি বিভিন্ন প্রবেশ পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে তল্লাশি কার্যক্রম তদারকি করছে। রাজশাহীস্থ বিজিবি-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখায়ের বলেন, মানুষ ও যান-মালের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা নির্বিঘ্ন করতে রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ শুরু করে দিয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা বলেন, ‘জেলা প্রশাসনের অনুরোধে বুধবার বিকেল পর্যন্ত রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন এবং রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’ ইত্তেফাক/আরকেজি