'লেবাননের তেল স্থাপনার ক্ষতি হলে ইসরায়েলকে পাল্টা জবাব'

'লেবাননের তেল স্থাপনার ক্ষতি হলে ইসরায়েলকে পাল্টা জবাব'
লেবাননের তেল স্থাপনার ক্ষতি করা হলে ইসরায়েলের সব তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র এক ভিডিওতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।
ওই ভিডিওতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির একাংশও তুলে ধরা হয়েছে। সেখানে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর একটি বক্তব্য রয়েছে। 
ভিডিওতে হাসান নাসরুল্লাহ বলছেন, যারাই আমাদের পানি সীমার তেল স্থাপনায় আঘাত হানবে পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের স্থাপনাগুলোতেও আঘাত হানা হবে। লেবাননের যে এই ক্ষমতা রয়েছে তা ইসরায়েলিরা ভালো করেই জানে।
ভূমধ্যসাগরে লেবাননের একটি গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল উসকানিমূলক বক্তব্য দেয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে ভিডিও বার্তা দেয়া হলো। 
গত বছর ভূমধ্যসাগরে লেবানন তার ১০টি গ্যাসব্লকের দু'টির উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে। ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী সা'দ হারিরি'র সরকার তিনটি আন্তর্জাতিক কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে ব্লক-৪ ও ব্লক-৯ উন্নয়নের দায়িত্ব দেয়।
লেবাননের এ পদক্ষেপের বিরুদ্ধে গত সপ্তাহে ইসরায়েল উসকানিমূলক বক্তব্য দিলে তেল আবিব ও বৈরুতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। লেবাননের ব্লক-৯ গ্যাসক্ষেত্রের ওপর মালিকানা দাবি করে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, ব্লক-৯ ইসরায়েলি ভূখণ্ডের অংশ।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা