রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি চেয়ারাপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেল থেকে বিজিবি সদস্যরা পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন। তারা মহানগরীজুড়ে টহলের পাশাপাশি বিভিন্ন প্রবেশ পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে তল্লাশি কার্যক্রম তদারকি করছে।
রাজশাহীস্থ বিজিবি-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখায়ের বলেন, মানুষ ও যান-মালের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা নির্বিঘ্ন করতে রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা পুলিশের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ শুরু করে দিয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা বলেন, ‘জেলা প্রশাসনের অনুরোধে বুধবার বিকেল পর্যন্ত রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন এবং রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’
ইত্তেফাক/আরকেজি
Comments