Posts

৮ ফেব্রুয়ারি রাজধানীতে মিছিল ও অস্ত্র বহন নিষিদ্ধ: ডিএমপি

Image
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে।  ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া 'যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে/বসে কোন ধরনের মিছিল করা যাবে না' বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, আগামী বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোন কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস হতে পারে মর্মে বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্র্রনিক, প্রিন্ট ও সোশাল মিডিয়ার সূত্রে জানা যায়। যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার পিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগাম...

'মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি বিশুদ্ধ করা হবে'

Image
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী ঢাকার বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করতে সরকার মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি বিশুদ্ধ করার পর নগরবাসীকে সরবরাহের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনদী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) থেকে পানি উত্তোলন করে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপুর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনাগারে শোধন করা হবে। ‘ঢাকা এনভায়রনমেনটালি সাসটেইনেবল ওয়াটার সাপলাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় শোধনাগারে শোধনের মাধ্যমে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে। বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

ইহুদি ধর্মীয় গুরু হত্যার প্রধান সন্দেহভাজন গুলিতে নিহত

Image
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আহমেদ জাররার নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মাসে পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একজন রাব্বিকে (ইহুদি ধর্মগুরু) হত্যার দায়ে ইসরাইল তাকে খুঁজছিল। মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংস্থাটি জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাউনে জাররারকে হত্যা করা হয়। তিনি সেখানে লুকিয়ে ছিলেন। সংস্থাটি তাকে ৯ জানুয়ারি রাব্বি রাজিয়েল শেভাহ হত্যার সঙ্গে ‘সরাসরি’ জড়িত বলে উল্লেখ করে। এএফপি। ইত্তেফাক/সেতু

কাশ্মীর পুলিশ কর্মকর্তাকে গুলি করে পাকিস্তানি জঙ্গিকে ছিনতাই

Image
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক হাসপাতালে মঙ্গলবার দুই বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এক বন্দীকে ছিনিয়ে নিয়ে গেছে। দেশটির এক সরকারি কর্মকর্তা জানায়, সেখানে ওই পাকিস্তানি জঙ্গিকে চিকিৎসার জন্য আনা হয়েছিলো। খবর এএফপি’র। হামলার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে। তারা পাকিস্তানি ওই বন্দী নাভিদ জুটের পাহারায় থাকা পুলিশের ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছে। নাভিদ ২০১৪ সাল থেকে সেখানে বন্দী অবস্থায় ছিলেন। পুলিশের ডিআইজি গোলাম হাসান ভাট এএফপিকে জানান, ‘জঙ্গিরা হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালায় এবং পাকিস্তানি ওই বন্দীসহ মোটর সাইকেলে করে পালিয়ে যায়।’ তিনি আরো বলেন, হামলায় আরো একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

ত্রিপুরায় রাজনাথের ‘রোড শো’

Image
আগরতলা দলীয় প্রার্থীদের নিয়ে রাজনাথ সিংয়ের রোড শো। ছবি: সংগৃহীত তুমুল লড়াইয়ের বার্তা দিয়ে ভারতের কমিউনিস্ট–শাসিত ত্রিপুরা রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। গতকাল রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপির পক্ষে প্রচার শুরু করেছেন। ত্রিপুরার মনোনয়ন–প্রক্রিয়া শেষ। উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যের ভোটে ২০ জন নারীসহ ২৯৭ জন প্রার্থী রয়েছেন নির্বাচনী যুদ্ধে। রাজ্যের ৬০টি আসনে ভোট ১৮ ফেব্রুয়ারি। ফলাফল জানা যাবে আগামী ৩ মার্চ। মনোনয়ন–প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথম গতকাল থেকে সব দল ভোট প্রচারে নেমে পড়ে। বিজেপির হয়ে এদিন আগরতলায় রোড শো করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর স্লোগান, ‘চলো পাল্টাই’! ত্রিপুরার মুখ্য নির্বাচনী কর্মকর্তা শ্রীরাম তরণীকান্ত জানিয়েছেন, ত্রিপুরা বিধানসভায় এবার মোট ৩২০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ১৩টি বাতিল হয়ে যায়। ১০ জন নাম প্রত্যাহার করেন। নাম প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী তথা নির্দল প্রার্থী সমীররঞ্জন বর্মণ। কংগ্রেসের কাঁকরাবন-শালগড়া কেন্দ্রের প্রার্থী সুকুমারচন্দ্র দাসও মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিনি যোগ দিয়েছেন বি...

স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে, অতঃপর...

Image
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর এলাকায় এক গৃহবধূ (২৭) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা হওয়ার পর পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আরেক আসামি পলাতক রয়েছেন। পুলিশ এবং ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী শিশুসন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে থাকতেন। ওই গৃহবধূর সঙ্গে মোবাইলে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর খাঁকান্দি গ্রামের আক্তার সরদারের (২৩) পরিচয় হয়। গত বছরের নভেম্বরে ওই গৃহবধূকে বিয়ে করেন আক্তার। বিয়ের পর ওই গৃহবধূ তাঁর স্বামী আক্তারের বাড়িতে চলে যান। বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে নির্যাতন শুরু করে আক্তারের পরিবার। এ নিয়ে গত ২৭ জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একটি সালিস করেন। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী ওই গৃহবধূর সঙ্গে আক্তারের বিচ্ছেদ হয়। পরে ওই গৃহবধূ ঢাকায় ফিরে আসেন। গত ৩১ জানুয়ারি ওই গৃহবধূকে ফোন করে কিছু গয়না ফেরত নেওয়ার জন্য তাঁকে জাজিরায় আসতে বলেন আক্তার। ওই গৃহবধূ বিকেল চারটার দিকে জাজিরার মঙ্গল মাঝি লঞ্চঘাটে পৌঁছান। সেখান থেকে আক্তারের বন্ধু জসীম মুন্সি, ...

অভিষেকের সাথে ঘর করতে আপত্তি নেই ঐশ্বরিয়ার, কিন্তু...

Image
অনেকেই ভুরু কুঁচকিয়ে ফেলবেন! তারপর হয়তো বা মনে মনে বলবেন কী হয়েছে। অভিষেক এবং ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন তো ভালোই চলছে। এমন কি তাদের ঘরে এক সন্তানও রয়েছে। তবে মূলত সমস্যাটা কোথায়। সমস্যা আসলে দাম্পত্য জীবনে নয়, রিল লাইফে।  ঐশ্বরিয়া রাই বচ্চন যে অভিষেক বচ্চনের সাথে আর ছবি করতে চাইছেন না, তার পিছনে যে কারণ হিসাবে দর্শানো হয়েছে এই বিশেষ পৌরাণিক নামটিকেই! কেন, তা জানানোর আগে একটু ঘটমান বর্তমানে চোখ রাখা যাক! জানা গেছে, 'তনু ওয়েডস মনু', 'মাদারি', 'আলিগড়'-এর মতো প্রশংসিত ছবির পরিচালক শৈলেশ আর সিং তার নতুন ছবির চিত্রনাট্য নিয়ে হাজির হয়েছিলেন জুনিয়র বচ্চন-দম্পতির দরবারে।  খবর বলছে, চিত্রনাট্যেও তাদের স্বামী-স্ত্রী হিসাবেই উপস্থাপিত করতে চেয়েছিলেন পরিচালক। পেশায় আইনজীবী এক দম্পতি এক রাজনৈতিক ঘটনার প্রভাবে কীভাবে পরস্পরের বিপরীতে চলে যায়, তেমন এক গল্প নিয়েই ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন শৈলেশ। কিন্তু অভিষেক ছবিটা করার ব্যাপারে খুবই আগ্রহ দেখালেও ঐশ্বরিয়া মুখের উপর না বলে দেন! নায়িকার পক্ষ থেকে কারণ হিসাবে জানানো হয়েছে, যে তার না কি ছবির চিত্রনাট্যের অনেকগুলো...