ইহুদি ধর্মীয় গুরু হত্যার প্রধান সন্দেহভাজন গুলিতে নিহত
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আহমেদ জাররার নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মাসে পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একজন রাব্বিকে (ইহুদি ধর্মগুরু) হত্যার দায়ে ইসরাইল তাকে খুঁজছিল। মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সংস্থাটি জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাউনে জাররারকে হত্যা করা হয়। তিনি সেখানে লুকিয়ে ছিলেন। সংস্থাটি তাকে ৯ জানুয়ারি রাব্বি রাজিয়েল শেভাহ হত্যার সঙ্গে ‘সরাসরি’ জড়িত বলে উল্লেখ করে। এএফপি।
ইত্তেফাক/সেতু
Comments