Posts

'উন্নয়নে এনজিও'র গুরুত্ব অনেক'

Image
বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সবক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নেই। তবে অনেক বিষয়াদি আছে যেখানকার উন্নয়নে এনজিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন বক্তারা।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য ও সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও এডাব'র সাবেক চেয়ারপার্সন এবং সজাগ'র নির্বাহী পরিচালক আবদুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপার্সন রফিকুল আলম।  প্রধান অতিথি অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নিজস্ব জাতিসত্ত্বা নিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় বেচেঁ থাকার অধিকার রয়েছে। এই দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেক শ্রেণি পেশার মানুষের যেমন অবদান রয়েছে। আর পিছিয়ে মানুষদের উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা রয়েছে বেশি। যেখানে...

ত্রিপুরায় বিজেপির মুসলিম প্রার্থী

Image
ত্রিপুরায় বিজেপির প্রার্থী বাহারুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে একজন মুসলিমকে প্রার্থী করল বিজেপি। তাঁর নাম বাহারুল ইসলাম মজুমদার। গতকাল রোববার রাতে ৬০ সদস্যের রাজ্য বিধানসভার একটি আসনে বিজেপি প্রার্থী হিসেবে বাহারুলের নাম ঘোষণা করা হয়। তিনি বক্সনগরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও শাসক দল সিপিএমের প্রার্থী সহিদ চৌধুরীর বিরুদ্ধে লড়বেন। গত বছর অনুষ্ঠিত উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি একজন মুসলিমকেও প্রার্থী করেনি। ত্রিপুরায় বিজেপির মুসলিম প্রার্থী বাহারুল ইসলাম এ রাজ্যের সাবেক মন্ত্রী মনসুর আলীর ছেলে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রথম আলোকে মুঠোফোনে বাহারুল ইসলাম বলেন, তিনি খুশি। নিজের বিজয়ের বিষয়েও আশাবাদী তিনি। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি যে অসাম্প্রদায়িক দল, সেটা তাঁর মনোনয়নেই প্রমাণিত। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৫১টি আসনে লড়াই করছে। বাকি ৯টি আসন ছেড়ে দিয়ে জোটসঙ্গী আঞ্চলিক দল আইপিএফটিকে। চারটি আসনে বিজেপির হয়ে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাসক বামপন্থীরা এবারের বিধানসভা নির্বাচনে তিনজন মুসলিমকে প্রার্থী করেছে। কংগ্রেসে...

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদী

Image
ইসরাইলের সঙ্গে সখ্যতা সত্ত্বেও প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আগামী মাসে ফিলিস্তিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে, গত বছরই ইসরাইল সফরে গিয়েছিলেন তিনি। এর পর, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরাইল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী।  তবে জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদী, এমন মতামতই বিশেষজ্ঞদের। এনডিটিভি। ইত্তেফাক/সেতু

অনশন ভাঙলেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

Image
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনশন ভেঙেছেন। শিক্ষা কর্মকর্তাদের আশ্বাসে তারা অনশন ভাঙেন।  জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সোমবার শিক্ষকদের কাছে যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।  বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আহ্বায়ক আব্দুল খালেক বলেন, আমাদের জাতীয়করণের দাবি প্রধানমন্ত্রী আগামী বাজেটে দেখবেন বলে আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। নন-এমপিওদের দাবি পূরণে সরকার আশ্বাস দেওয়ার পর জাতীয়করণের দাবিতে গত ১০ জানুয়ারি প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই শিক্ষকরা। ১৫ জানুয়ারি থেকে তারা শুরু করেন ‘আমরণ অনশন’। ইত্তেফাক/এমআই

কোটি মূল্যের ৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে ইরানে'

Image
ইরানের খনিজ শিল্প এবং খনি নবায়ন ও উন্নয়ন সংস্থার প্রধান মাহদি কারবাসিয়ান জানিয়েছেন, ইরান খনিজ সম্পদের রিজার্ভের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দশটি দেশের অন্যতম। দেশটির ইস্পাহানে খনি ও খনিজ শিল্প বিভাগের এক সমাবেশে একথা জানান তিনি। তার মতে, তামা, সোনা, ক্রোমাইট ও পাথুরে কয়লাসহ নানা ধরনের খনিজ সম্পদের ইরানি রিজার্ভ বা মজুদ রয়েছে। আর সেই মজুদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি ডলার মূল্যের সমান বলে কারবাসিয়ান জানান। ইরানে ৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে। এবং ইসলামী এই দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ছয় হাজার কোটি টন পরিমাণের খনিজ সম্পদ চিহ্নিত করা হয়েছে। বিশ্বের প্রায় সাত শতাংশ খনিজ সম্পদ রয়েছে ইরানে। বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

পঞ্চ পাণ্ডবদের ব্যবহৃত সুড়ঙ্গ পাওয়ার দাবি উত্তরপ্রদেশে!

Image
ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলার বারনাওয়া গ্রামে মহাভারত যুগের সুড়ঙ্গ ও ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছেন সেদেশের কয়েকজন অধ্যাপক। স্থানীয়রাও বিশ্বাস করেন, বারনাওয়া গ্রাম যার প্রাচীন নাম ছিল বারনাব্রত। ওই গ্রামে যে সুড়ঙ্গ উদ্ধার হয়েছে কৌরবদের হাত থেকে রক্ষা পেতে সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন পাণ্ডবরা! শুধু তাই নয়, একটা বিশালাকায় ঢিবি উদ্ধার হয়েছে। সেই ঢিবিটাই নাকি একটা বাড়ি ছিল। যা কৌরবরা তৈরি করেছিলেন পাণ্ডবদের জন্য। মহাভারতে উল্লিখিত ‘লাক্ষাগৃহ’ নাকি এটাই। মোদীনগরের মুলতানি মাল পিজি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কৃষ্ণকান্ত শর্মারও দাবি, বারনাওয়াতে যে ঢিবি পাওয়া গেছে সেটি কৌরবদের তৈরি ‘লাক্ষাগৃহ’। তারা পাণ্ডবদের থাকার জন্য এটি তৈরি করেছিলেন। এখানেই পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন তারা। বহু পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাগপতে খননকার্য চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। যৌথভাবে এই খননকার্য চালাবে এএসআই এবং দিল্লীর ইনস্টিটিউট অব আর্কেওলজি। খননকার্য চালানোর জন্য একটি দল ইতিমধ্যেই বারনাওয়া গ্রামে পৌঁছে কা...

পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান

Image
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার)  ৩৮ ও ৩৯ নং পিলারের ওপর বসিয়ে দেয়ে হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে  বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে রবিবার বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়। ঘড়ির কাটায় ঠিক ৮টা ৩০ উঠতেই ৭বি নম্বর বিশাল স্প্যানটি পিলারের ওপর নেয়া হয়। সেখানে এখন সেট করার প্রক্রিয়া চলছে। বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সাথে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭এ নম্বর প্রথম স্প্যানের সাথের ওয়েল্ডিং করার পর এই অস্থায়ী কাঠামো সরিয়ে নেয়া হবে। দায়িত্বশীল প্রকৌশলীরা ইত্তেফাক অনলাইনকে জানান, স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দিলেও ক্র্যান দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, পুরোপুরি ভার দেয়া দেয়া হয়নি। প্রথম স্প্যানের মতই আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর ক্রেনটি সরিয়ে নেয়া হবে।  ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি খুঁটিতে লেগে যাওয়ার পর পদ্মা সেতু এখন ৩০০ মিটার দৃশ্যমান হচ্ছে। এরই মধ্য দিয়ে দ্বিতীয় স্প্যান বসানোর নিয়ে প্রায় দু’ মাসের...