প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদী

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদী
ইসরাইলের সঙ্গে সখ্যতা সত্ত্বেও প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আগামী মাসে ফিলিস্তিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদী। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে, গত বছরই ইসরাইল সফরে গিয়েছিলেন তিনি।
এর পর, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরাইল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদী। 
তবে জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরাইলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহু’র সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদী, এমন মতামতই বিশেষজ্ঞদের। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা