Posts

ভুয়া দৃষ্টি প্রতিবন্ধী সেজে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ

Image
ভুয়া দৃষ্টি প্রতিবন্ধী সেজে শুক্রবার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ এবং এ কাজে সহযোগিতা করার অভিযোগে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্তকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন।  দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার আবালপুরের ভুয়া দৃষ্টি প্রতিবন্ধী সাহেব আলী এবং তাকে সহায়তাকারী একই গ্রামের সাফায়াত হোসেন ও শহরের পুলিশ লাইন পাড়ার শিমুল  হোসেন। এদের মধ্যে সাহেব আলীকে ২ মাস ও অপর ২জনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সরকারি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া মহিলা মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্তকর্তা আবু  সুফিয়ান জানান, সাহেব আলী সরকারি একটি খামার একটি প্রকল্পের মাঠ সহকারী পদের একজন পরীক্ষার্থী। সে নিজেকে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী পরিচয় দিয়ে পরীক্ষা দেবার জন্য সাফায়াত হোসেনকে শ্রুতি লেখক হিসাবে মনোনীত করে। সরকারি নিয়মানুযায়ী যে যোগ্যতার পরীক্ষা তার চেয়ে কর্ম যোগ...

বদরগঞ্জে ৩১ কেজির বাঘাআইড়

Image
রংপুরের বদরগঞ্জে ৩১ কেজির একটি বাঘা আইড় মাছ কিনে নিয়েছেন এক ব্যক্তি। দীর্ঘদিন পর ৩১ কেজি ওজনের বাঘা আইড় মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক জনতার ভীড় লেগে যায়।  বড় আকৃতির বাঘা আইড় মাছটি দেখতে শুক্রবার (২৬জানুয়ারি) সকালে সরেজমিনে বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মহল্লায় গিয়ে মাছটি দেখা যায়।  জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারি রমনা ঘাটে এক জেলের জালে আটকা পড়ে ৩১ কেজি ওজনের বাঘা আইড় মাছটি। সেখান থেকে রমনা ঘাটের মাছ ব্যবসায়ী ফুল মিয়া প্রতি কেজি মাছ ৮শত টাকা দরে কিনে নেন। পরে ফুল মিয়া ওই মাছটি বদরগঞ্জের এক ব্যক্তির কাছে ৮শত ৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে মাছ ক্রেতা তার নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।  বদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ জানান, কুড়িগ্রাম জেলার চিলমারি রমনা বন্দর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বড় আকৃতির বাঘা আইড় মাছটি ধরা পড়ে। এখন নদীর পানি কমার কারণে বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে।  ইত্তেফাক/এমআই

Republic Day 2018 state tableaux - sneak preview

Image

আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

Image
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। তিনি এ কে এম শহীদুল হকে স্থলাভিসিক্ত হবেন। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন। ইত্তেফাক/এএম।

দিনে একটি সিগারেট খেলেও বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি

Image
অনেকে মনে করেন দিনে মাত্র একটা সিগারেট পানে আর কি এসে যায়? এতে ঝুঁকি খুব সামান্যই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দিনে পুরো প্যাকেটের ২০টি সিগারেট পান করলে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি, মাত্র একটি সিগারেট পান করলেও তার প্রায় অর্ধেক ঝুঁকি তৈরি হয়। প্রতিবেদনটির প্রধান লেখক অ্যালান হ্যাকশাও বলেন, আমরা মনে করি কেউ দিনে ২০টি সিগারেটের বদলে কেবলমাত্র একটি পান করলে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলো মাত্র পাঁচ শতাংশ। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এটি ঠিক নয়। দিনে মাত্র একটি সিগারেট পান করেও পুরো প্যাকেট ধূমপানের ঝুঁকির প্রায় অর্ধেক বহন করতে হয়। তিনি আরো বলেন, অনেকে মনে করেন যে দিনে সামান্য কয়েকটি সিগারেট পান করলে দীর্ঘ মেয়াদি কোন ক্ষতি হয় না। প্রতিবেদনে বলা হয়, এমন ধারণা একেবারে ভুল। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এএফপি ইত্তেফা...

লরেলে হিজাবধারী মডেল ডাক পেলেন, তবে...

Image
ব্রিটিশ মডেল আমেনা খান। ছবিটি টুইটার থেকে নেওয়া। ব্রিটিশ মডেল আমেনা খান। হিজাব পরে মডেলিং করে সাড়া ফেলেছেন এই মডেল। সম্প্রতি ডাক পেয়েছিলেন বিশ্বখ্যাত ফরাসি প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠান লরেলের মডেল হিসেবে কাজ করার। এমন প্রস্তাবে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। শেষতক কাজটি তিনি করতে পারছেন না। তিনি বাদ পড়েছেন। এএফপির খবরে জানানো হয়, ২০১৪ সালে আমেনা তাঁর টুইটারে ইসরায়েলবিরোধী টুইট করেন। লরেলের হয়ে কাজ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেই টুইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। তিনি সেই টুইট ডিলিট করে দেন। এ ব্যাপারে আমেনা খান গত সোমবার টুইট করে বলেন, ‘২০১৪ সালে আমি যা বলেছিলাম, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমার কথায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে আমি এই পণ্যের প্রচারণা থেকে সরে দাঁড়াচ্ছি।’ যোগাযোগ করা হলে লরেল এএফপিকে জানিয়েছে, তারা আমেনার সিদ্ধান্ত মেনে নিয়েছে। ইসরায়েলবিরোধী মন্তব্যের জন্য আমেনার দুঃখ প্রকাশের ঘটনার প্রশংসা করেছে প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। সব English

ব্রিটিশদের খাওয়ার সময় নেই

Image
গবেষণা বলছে, ২০ শতাংশ ব্রিটিশ পরিবারে খাবারের টেবিলই নেই আধুনিক জীবনের বাস্তবতা বড়ই কঠিন হয়ে দেখা দিয়েছে ব্রিটিশদের জন্য। কাজের ব্যস্ততায় খাওয়ার সময়ও পাচ্ছে না তারা! সারা দিনের প্রধান ভোজ, রাতের খাবারে (ডিনার) গড়পড়তা তারা সময় পায় মাত্র ২১ মিনিট। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও পাচ্ছে না খাবার টেবিলে। পেলেও সেটুকু সময়ে ভাগ বসাচ্ছে মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন। গবেষণাতেই পাওয়া গেছে এসব তথ্য। চলতি মাসের শুরুর দিকে পাঁচ দিন ধরে গবেষণাটি করা হয়েছে ২১৬৪ জন ব্রিটিশ নাগরিকের ওপর। একটি চেইন ফুড শপের জন্য গবেষণাটি করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ওপিনিয়ন ম্যাটারস’। ফলাফল প্রকাশ করা হয়েছে গত শনিবার। জরিপে অংশ নেওয়া লোকজন বলেছেন, পরিবারের সদস্যদের ক্রমে বেড়ে যাওয়া ব্যস্ততা আর কাজের ভিন্ন সময়সূচিই নাকি খাবারের টেবিলের এমন চেহারা তৈরি করে দিয়েছে। ৫৭ শতাংশ জানিয়েছেন, প্রতি রাতে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার সুযোগ পান না। আর ৫৫ শতাংশ বলেছেন, তাঁদের খাওয়ার সময়টুকুতেও ভাগ বসায় স্মার্টফোন, কম্পিউটার বা টেলিভিশন। খাবার টেবিলই নেই ২০ শতাংশ পরিবারে। দিনে তিন বেলা বাসায় খাবারের আয়োজন বেশ দুর্লভ হয়ে...