বদরগঞ্জে ৩১ কেজির বাঘাআইড়

বদরগঞ্জে ৩১ কেজির বাঘাআইড়
রংপুরের বদরগঞ্জে ৩১ কেজির একটি বাঘা আইড় মাছ কিনে নিয়েছেন এক ব্যক্তি। দীর্ঘদিন পর ৩১ কেজি ওজনের বাঘা আইড় মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক জনতার ভীড় লেগে যায়। 
বড় আকৃতির বাঘা আইড় মাছটি দেখতে শুক্রবার (২৬জানুয়ারি) সকালে সরেজমিনে বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মহল্লায় গিয়ে মাছটি দেখা যায়। 
জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারি রমনা ঘাটে এক জেলের জালে আটকা পড়ে ৩১ কেজি ওজনের বাঘা আইড় মাছটি। সেখান থেকে রমনা ঘাটের মাছ ব্যবসায়ী ফুল মিয়া প্রতি কেজি মাছ ৮শত টাকা দরে কিনে নেন। পরে ফুল মিয়া ওই মাছটি বদরগঞ্জের এক ব্যক্তির কাছে ৮শত ৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে মাছ ক্রেতা তার নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন। 
বদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ জানান, কুড়িগ্রাম জেলার চিলমারি রমনা বন্দর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বড় আকৃতির বাঘা আইড় মাছটি ধরা পড়ে। এখন নদীর পানি কমার কারণে বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। 
ইত্তেফাক/এমআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য