Posts

জেরুসালেম ঘোষণা: ট্রাম্পের বিরোধিতায় বিশ্ব, ফুঁসছে প্যালেস্তাইন

Image
জেরুসালেম। ছবি- সংগৃহীত। আগামী কাল, শুক্রবারের নমাজের পরেই কি ফুঁসে উঠবে প্যালেস্তাইন? সেই আগুনের ফুলকি কি ছড়িয়ে পড়বে গোটা পশ্চিম এশিয়ায়? আবার একজোট হয়ে যাবে আরব দুনিয়া? স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের দাবিতে যারা আন্দোলন করে চলছে দীর্ঘ দিন ধরে, সেই হামাসের তরফে বৃহস্পতিবার এমন ইঙ্গিত মিলেছে। একটি বিবৃতিতে হামাসের তরফে বলা হয়েছে, তেল আভিভের বদলে জেরুসালেমকে ইজরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে আরব মুলুকে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুসালেমের ক্ষতি করা হয়েছে। আরও পড়ুন-  ট্রাম্পের বিতর্কিত ঘোষণা: জেরুসালেম ইজরায়েলের রাজধানী​ আরও পড়ুন-  আফগানিস্তানে খতম উপমহাদেশে আল কায়েদার দু’নম্বর​ প্রতিবাদে প্যালেস্তাইনের মানুষকে কাল, শুক্রবার ‘ক্রোধ দিবস’ পালনের আহ্বান জানিয়েছে হামাস। নমাজের প্রার্থনা মিটলেই আমেরিকার প্রয়াসকে রোখার জন্য যা যা করা যায়, প্যালেস্তাইনের মানুষকে তাতে সামিল হওয়ার আর্জি জানিয়েছে হামাস। বিক্ষোভে ফেটে পড়তে বলা হয়েছে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ককে। হোয়াইট হাউস জেরুসালেমকে ইজরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ায় প্রতিবাদে, ব...

সমুদ্র থেকে আকাশ ফুঁড়ে উঠে গিয়েছে বিশাল জলস্তম্ভ! দেখুন ভিডিও

Image
ছবি: টুইটার। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখলে মনে হয়, আকাশ যেন নেমে এসে মিশে গিয়েছে সমুদ্রের জলে। একেক যায়গায় সমুদ্রের একেক রূপ মানুষকে মুগ্ধ করে। আবহাওয়াগত পরিবর্তনের কারণে, অনেক সময় ঝড় বা ঘুর্ণিঝড়ও সৃষ্টি হয়। ঘুর্ণিঝড়ের কারণে সমুদ্রে ওয়াটার স্পাউট বা জলস্তম্ভেরও দেখা মেলে। সে রকমই একটি ওয়াটার স্পাউটের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণ, এই জলস্তম্ভটি আকারে বিশাল। দেখুন ভিডিও: আরও পড়ুন:  মৃত সন্তানের দেহ ফ্রিজেই রেখে দিয়েছেন মা! শ্বেতাঙ্গ সন্তানের জন্ম দিয়ে নিজেরাই ‘অবাক’ কৃষ্ণাঙ্গ দম্পতি! উত্তর-পশ্চিম ইতালির সানরেমো-এ ধরা পড়েছে বিশাল আকারের ওয়াটার স্পাউটটি। কোনও স্থানীয় বাসিন্দার তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র থেকে একটা মোটা পাইপের মতো জলস্তম্ভ উঠে গিয়েছে উপরের দিকে। যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। এই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই ঘুর্ণিঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত

Image
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ১৯১৯ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য ভারতের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন লন্ডনের পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র সাদিক খান। বর্তমানে ভারত সফররত লন্ডনের মেয়র সাদিক খান গতকাল বুধবার সকালে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধ দর্শনে যান।  সেখানকার পরিদর্শক বইয়ে সাদিক খান লিখেছেন, জালিয়ানওয়ালাবাগ দেখে মন বিষণ্ণ হয়ে গেল। ১৯১৯ সালের বৈশাখী উত্সবের ঠিক আগে ঘটে যাওয়া ওই ঘটনা যেন আমরা কখনো ভুলে না যাই। ব্রিটিশ সরকারের উচিত ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করা। ভারতের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সবথেকে নৃশংস ঘটনাগুলির মধ্যে অন্যতম। চারদিকে উঁচু বাড়ি দিয়ে ঘেরা একটি চত্বরে একটি সভার জন্য জড়ো হওয়া প্রায় হাজার বিশেক নারী-পুরুষ ও শিশুর ওপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সেনাবাহিনী। সরকারী হিসাবেই নিহত হয়েছিলেন ৩৭৯ জন, আহতের সংখ্যা ১৫শ’রও বেশী। ভারতীয় অনেক ঐতিহাসিকদের মতে মৃতের সংখ্যা হাজারেরও বেশী। বিবিসি। ইত্তেফাক/সেতু

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগপত্র প্রত্যাহার

Image
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। দীর্ঘ একমাস ধরে সংকটের পর অবশেষে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।  তিনি পদত্যাগপত্র জমা দিলেও প্রেসিডেন্ট মিচেল আউন তা গ্রহণ করেননি। সৌদি আরব থেকে তিনি ফ্রান্সে যান। সেখান থেকে দেশে ফেরার পর মঙ্গলবার তিনি প্রথম মন্ত্রীসভার বৈঠকে বসেন। পদত্যাগপত্র প্রত্যাহার করায় মন্ত্রীসভার সদস্যরা হারিরিকে ধন্যবাদ জানান। ভয়েস অব আমেরিকা। ইত্তেফাক/সেতু

পাহাড়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে

Image
পাহড়ের পরিস্থিতি আবারো অশান্ত হয়ে উঠেছে। শান্তি চুক্তির দুই দশক পূর্তি অনুষ্ঠানের দুই দিন পর আবারো রক্তাক্ত হয়ে উঠেছে রাঙ্গামাটির পাহাড়। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উত্কণ্ঠা। গত মঙ্গলবার একই দিনে রাঙ্গামাটির নানিয়ারচর ও জুরাছড়ি উপজেলায় দুইজনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। আর বিলাইছড়িতে অপর একজনকে কুপিয়ে আহত করা হয়। নিহতরা হলেন- নানিয়ারচরের সাবেক চেয়ারম্যান অনাদি রঞ্জন চাকমা, জুরাছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমা। বুধবার নিহতদের ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত রাসেল চাকমাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাসেল চাকমা ও নিহত অরবিন্দ চাকমার ভাই সত্য প্রিয় চাকমা ঘটনার জন্য দায়ী করেন স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ সব ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। হত্যাকাণ্ড দুইটিকে টার্গেট কিলিং বলে ধারণা  পুলিশের। তবে এ হত্যাকাণ্ডের ঘটনাগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে না বলে জানান রাঙ্গামাটির পুল...

প্রিয়াংকাই এশিয়ার সবচেয়ে আবেদনময়ী!

Image
এ নিয়ে পাঁচবার এশিয়া অঞ্চলের সেরা আবেদনময়ীর খেতাব জিতলেন প্রিয়াংকা চোপড়া। ছবিটি ইনস্টাগ্রাম থেকে নেওয়া। হলিউড মাতানো দীপিকা পাড়ুকোন আছেন তালিকার তিন নম্বরে। চারে আছেন আলিয়া ভাট। ‘রইস’খ্যাত মাহিরা খান স্থান পেয়েছেন পাঁচে। আর এসব তারকাকে পেছনে ফেলে ২০১৭ সালে এশিয়ার সেরা আবেদনময়ী হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। তা-ও আবার একবার-দুবার নয়, এ নিয়ে পাঁচবার খেতাব জিতলেন কোয়ানটিকো তারকা। এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ইস্টার্ন আই পত্রিকা এশিয়া অঞ্চলের সেরা আবেদনময়ী নারীর একটি তালিকা তৈরি করেছে। প্রতিবছরই এই তালিকা করে পত্রিকাটি। তালিকাটি করতে একটি জরিপ চালানো হয়। সেই জরিপে সবচেয়ে বেশি ভোট পান প্রিয়াংকা চোপড়া। তাঁর পরেই আছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল নিয়া শর্মা। পুরো তালিকা শুক্রবার প্রকাশ করা হবে। প্রিয়াংকা চোপড়া এ নিয়ে পাঁচবার এশিয়া অঞ্চলের সেরা আবেদনময়ীর খেতাব জিতলেন প্রিয়াংকা চোপড়া। ছবিটি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।  এই স্বীকৃতির খবর শুনে প্রিয়াংকা বেশ উচ্ছ্বসিত। তা বোঝা গেছে তাঁর প্রতিক্রিয়াতে। আজ বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এই পুরস্কারের জন্য আমা...

ভারতীয় ড্রোন ঢুকল চীনে, অতঃপর...

Image
ভারতীয় সেনাবাহিনীর ব্যবহার করা একটি ড্রোন। ছবিটি চলতি বছরের মার্চ মাসে তোলা। প্রতীকী ছবিটি এএফপির ভারতীয় একটি ড্রোন চীনের আকাশসীমায় অবৈধভাবে ঢোকার পর বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলেছে, তাদের একটি ড্রোন সম্প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে চীনের এলাকায় ঢুকে পড়ে। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীয় কমব্যাট ব্যুরোর উপপরিচালক ঝ্যাং শুইলি এ ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘সম্প্রতি’ এ ঘটনা ঘটে। তবে নির্দিষ্ট দিনক্ষণ বা বিধ্বস্তের জায়গা উল্লেখ করেননি তিনি। ঝ্যাং শুইলি বলেছেন, ভারত এর মধ্য দিয়ে ‘চীনের সীমানাসংক্রান্ত সার্বভৌমত্ব’ লঙ্ঘন করেছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দ সাংবাদিকদের জানিয়েছেন, প্রশিক্ষণ চলাকালে একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে চীনের আকাশসীমায় ঢুকে পড়েছিল। পরে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়। ঝ্যাং শুইলি আরও বলেছেন, ওই ড্রোনটি চীনের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরীক্ষা করে দেখেছে। এ ঘটনায় চীন অসন্তুষ্টি জানিয়েছে এব...