সমুদ্র থেকে আকাশ ফুঁড়ে উঠে গিয়েছে বিশাল জলস্তম্ভ! দেখুন ভিডিও
ছবি: টুইটার।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখলে মনে হয়, আকাশ যেন নেমে এসে মিশে গিয়েছে সমুদ্রের জলে। একেক যায়গায় সমুদ্রের একেক রূপ মানুষকে মুগ্ধ করে। আবহাওয়াগত পরিবর্তনের কারণে, অনেক সময় ঝড় বা ঘুর্ণিঝড়ও সৃষ্টি হয়। ঘুর্ণিঝড়ের কারণে সমুদ্রে ওয়াটার স্পাউট বা জলস্তম্ভেরও দেখা মেলে। সে রকমই একটি ওয়াটার স্পাউটের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণ, এই জলস্তম্ভটি আকারে বিশাল।
দেখুন ভিডিও:
আরও পড়ুন: মৃত সন্তানের দেহ ফ্রিজেই রেখে দিয়েছেন মা!
উত্তর-পশ্চিম ইতালির সানরেমো-এ ধরা পড়েছে বিশাল আকারের ওয়াটার স্পাউটটি। কোনও স্থানীয় বাসিন্দার তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্র থেকে একটা মোটা পাইপের মতো জলস্তম্ভ উঠে গিয়েছে উপরের দিকে। যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। এই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই ঘুর্ণিঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments