লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগপত্র প্রত্যাহার
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। দীর্ঘ একমাস ধরে সংকটের পর অবশেষে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
তিনি পদত্যাগপত্র জমা দিলেও প্রেসিডেন্ট মিচেল আউন তা গ্রহণ করেননি। সৌদি আরব থেকে তিনি ফ্রান্সে যান। সেখান থেকে দেশে ফেরার পর মঙ্গলবার তিনি প্রথম মন্ত্রীসভার বৈঠকে বসেন। পদত্যাগপত্র প্রত্যাহার করায় মন্ত্রীসভার সদস্যরা হারিরিকে ধন্যবাদ জানান। ভয়েস অব আমেরিকা।
ইত্তেফাক/সেতু
Comments