যে কারণে মিয়ানমারে ‘রোহিঙ্গা’ বলেননি পোপ
শান্তির বার্তা নিয়ে পোপ মিয়ানমার সফরে গেল দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: এএফপি মিয়ানমারে পোপ ফ্রান্সিস তাঁর ভাষণে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি । তবে তিনি ‘প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা’ রাখার দাবি জানিয়েছেন। এ নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে কেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ঘটনার এক সপ্তাহ পর ব্যাখ্যা দিলেন পোপ। পোপ ফ্রান্সিস বলেছেন, ‘রোহিঙ্গা’ শব্দটি আগেই উচ্চারণ করলে মিয়ানমারের নেতাদের সঙ্গে সংলাপের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আর ঝুঁকিটি তিনি নিতে চাননি বলেই শব্দটি উচ্চারণ করেননি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস তাঁর ওই সিদ্ধান্তের এমন ব্যাখ্যা দিয়েছেন। পোপ বলেন, ‘আমি যদি শব্দটি উচ্চারণ করতাম, তাহলে মিয়ানমারের নেতারা মুখের ওপর সব আলোচনার পথ বন্ধ করে দিতেন। বিষয়টি সম্পর্কে আমি ভাবছি, তা কিন্তু সবার জানা। ব্যক্তিগত ওই বৈঠকগুলো আমি ভেস্তে যেতে দিতে চাইনি। বৈঠকগুলো হওয়ায় আমি বেশ সন্তুষ্ট। আর “রোহিঙ্গা” শব্দটি উচ্চারণ না ...