ছবিতে যেই ভান্তেকে দেখা যাচ্ছে তার নাম প্রিয় পাল মহাথের ।(চাকমা )
ছবিতে যেই ভান্তেকে দেখা যাচ্ছে তার নাম প্রিয় পাল মহাথের ।(চাকমা ) আমি তাহাকে খুবই গভীর ভাবে ভালোবাসি ও শ্রদ্ধা করি । তিনি ভারতের সংবিধান বিষয়ে খুবই দক্ষতা অর্জন করেছেন ।তিনি ভারতের আইন কানুন বিষয়ে বিশেষজ্ঞ বলা যাবে । সামাজিক,ধার্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক , শৈক্ষনিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক ভাবে খুবই দক্ষ আমি তাহার থেকে অনেক কিছু শিখেছি । আমার গুরুজনের সম্মান স্থানে রাখি । তিনি কম পক্ষে দশ বার জাতির ভাষা অর্জন করছেন ।বাস্তবে তিনি অন্যায়ের কাছে খুবই কঠিন , ন্যায়বিচারের কাছে খুবই কোমল । তিনিই প্রথম বুদ্ধ গয়াতে চাকমা বুদ্ধ বিহার নির্মাণ করার উদ্যোগ নেন এবং সফলতা অর্জন করে এক নতুন ইতিহাস রচনা করেন । বর্তমানে চাকমা বুদ্ধিষ্ট টেম্পলের সুযোগ্য অধ্যক্ষ ও জেনারেল সেক্রেটারি পদে অলংকৃত । তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।আন্তর্জাতিক ভাবে বৌদ্ধ রাষ্ট্রের সাথে যথেষ্ট কাজ করে যাচ্ছেন । চাকমা বৌদ্ধ সমাজ এই জ্ঞানীগুণী ভিক্ষুদের চেনে না তাই আমার খুবই দুঃখ লাগে । আসুন আমরা জ্ঞানীগুণী ভিক্ষুদের গৌরজ্জ্বল করার লক্ষে এক বড় অনুষ্ঠান করে তাহাদের সম্মান চিহ্ন প্রদান করি । Source ...